পাকুন্দিয়ায় চরফরাদি ইউপির বাজেট ঘোষণা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০১৭, ১৮:৪৭
অ- অ+

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮অর্থ বৎসরের বার্ষিক পরিকল্পনা ও উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মির্জাপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গনে ইউনিয়ন পরিষদের আয়োজনে এক অনুষ্ঠানে এক কোটি ৩০লাখ ৫৯হাজার ৪১৯টাকার বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মো.কামাল উদ্দিন।

সভায় ইউপি চেয়ারম্যান মো.কামাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অন্নপূর্ণা দেবনাথ।

ইউপি সচিব মো. মতিউর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল আজিজ আকন্দ, চরফরাদি ইউপির প্যানেল চেয়ারম্যান মো. রেনু মিয়া, ইউপি সদস্য রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন, আমিনুল হক, হাদিউল ইসলাম, তাইজ উদ্দিন খান, আসাদুজ্জামান খোকন মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য ফোরকান বিবি, দেলোয়ারা নার্গিস ও সেলিনা খাতুন প্রমুখ। উক্ত বাজেট অধিবেশন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ৩ আয়োজিত কুমিল্লা এবং চাঁদপুর জেলার ত্রাণ বিতরণ
আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল, বিকালে যোগ দেবেন যৌথসভায়
ওজন কমানো থেকে ক্যানসার-ডায়াবেটিস প্রতিরোধ, সবেতেই ওস্তাদ বাঁধাকপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা