আখাউড়া ট্রেনে ধাক্কায় এক নারীর মৃত্যু
আখাউড়ায় ট্রেনের ধাক্কায় লিমা আক্তার (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে আখাউড়া রেলসেকশনের মোগড়া রেলগেইট এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত লিমা আক্তার উপজেলার মোগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের রুকনউদ্দিননের মেয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, লিমা আক্তার মোগড়া বাজার থেকে ওষুধ নিয়ে বাড়ি ফিরে যাচ্ছিলেন। মোগড়া রেলগেইট অতিক্রম করার সময় নাছিরাবাদ মেইল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ট্রেনটি চট্টগ্রাম যাচ্ছিলো।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার যুগান্তরকে জানান, ট্রেনের ধাক্কায় নিহত ওই নারীর মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
(ঢাকাটাইমস/০১০মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন