কুমিল্লায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার
কুমিল্লা নগরীর চাঁনপুরের চাঞ্চল্যকর ব্যবসায়ী সাদেক আলী খন্দকার হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. আবু সায়েম ভূইয়া ওরফে ইমন ভূইয়া। এছাড়া ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম হত্যা মামলাও আসামিও তিনি।
বুধবার দিবাগত রাতে শহরের চাঁনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু সায়েম চাঁনপুর ডুমুরিয়া এলাকার শাজাহান উল্লাহ ভূইয়ার ছেলে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম মিয়া জানান, ইমন ভূইয়াকে চাঁনপুর এলাকা থেকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ব্যবসায়ী সাদেক আলী হত্যা মামলার আসামি। এছাড়া কুমিল্লা মহানগর ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম হত্যা মামলারও আসামি তিনি।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি সকালে কুমিল্লা সদর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সাদেক আলী খন্দকারকে ইট ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ মামলায় আবু সায়েমকে আসামি করা হয়।
ঢাকাটাইমস/১৭মে/এমআর
মন্তব্য করুন