চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০১৭, ১৭:৫৬
অ- অ+

চাঁদপুরের চিতোষী এলাকায় চলন্ত ট্রেনে শ্বাসরুদ্ধ করে মনির হোসেন (২৫) নামে যুবককে হত্যার অপরাধে সাধন হোসেন কাজীকে (২৮) মৃত্যুদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

সোমবার দুপুর ১টায় চাঁদপুর জেলা ও দায়রা জজ মো. সালেহ উদ্দিন আহমদ এই রায় ঘোষণা করেন।

সাধন হোসেন হাজীগঞ্জ উপজেলার কাঠালী (দিঘীরপাড়) বেপারী বাড়ীর মৃত বেনু কাজীর ছেলে।

নিহত মনির হোসেন পার্শ্ববর্তী শাহরাস্তি উপজেলার চিতোষী গ্রামের বেপারী বাড়ীর মৃত নুর মিয়া বেপারীর ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, মনির ও সাধন পূর্ব পরিচিত। কোনো কারণে তাদের মধ্যে বিবাধ সৃষ্টি হলে ঘটনার দিন ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে চিতোষী থেকে ট্রেনে চাঁদপুর যাওয়ার পথে সাধন মনির হোসনেক গলাটিপে হত্যা করে পালিয়ে যায়। এই ঘটনার মনির হোসেনকে অজ্ঞাত পরিচয় দেখানো হলেও পরবর্তী সময়ে তার ভাই একমাস পর ছবি দেখে শনাক্ত করে। পরে একই বছর ২৬ মে নিহতের ভাই আমির হোসেন বাদী হয়ে চাঁদপুর রেলওয়ে থানায় সাধন হোসনেকে আসামি কারে মামলা দায়ের করেন।

সরকার পক্ষের আইনজীবী (পিপি) আমান উল্যাহ বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর জিআরপি থানার উপ-পরিদর্শক মো. নাজমুস সাকিব ২০১৪ সালের ১৯ জানুয়ারি আদালতে মামলার প্রতিবেদন দাখিল করেন। আদালত দীর্ঘ পাঁচ বছর ১১ জন সাক্ষীর মধ্যে নয়জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে সাধন হোসেনকে দোষী সাবস্ত করে প্যানেল কোর্টের ১৮৬০ এর ৩০২ ধারায় মৃত্যুদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

আসামিপক্ষের সহকারী আইনজীবী ছিলেন (এপিপি) মোক্তার হোসেন অভি। আসামিপক্ষের আইনজীবী ছিলেন বিধু ভুষন নাথ ও ইকবাল-বিন-বাশার।

(ঢাকাটাইমস/২২মে/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ৩ আয়োজিত কুমিল্লা এবং চাঁদপুর জেলার ত্রাণ বিতরণ
আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল, বিকালে যোগ দেবেন যৌথসভায়
ওজন কমানো থেকে ক্যানসার-ডায়াবেটিস প্রতিরোধ, সবেতেই ওস্তাদ বাঁধাকপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা