খালেদা নকল রাজনীতির কারখানা খুলেছেন: খালিদ মাহমুদ

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মে ২০১৭, ২০:৩১

বিএনপি নেত্রী খালেদা জিয়া নকল রাজনীতির কারখানা খুলে বসেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘এ নকল কারখানা থেকে অপরাজনীতি, সন্ত্রাস, নৈরাজ্য ও মাদকের উদ্ভব হয়।’

বুধবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলা ও পৌর আওয়ামী লীগের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের প্রত্যয়ে জনসভাটি আয়োজিত হয়।

গোদাগাড়ী পৌর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সভায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তৃণমূল নেতা-কর্মীদের আহ্বান জানান খালিদ মাহমুদ। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটে। সমাজ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলতে হবে। জামায়াত-শিবির, বিএনপি জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করে নিরীহ মানুষ হত্যা করে দেশে অরাজকতা সৃষ্টি করেছিল। তাদের সমূলে উৎপাটন করতে হবে।’

জেলার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্পই নেই। তাই আগামীতেও নৌকার বিজয়ের জন্য কাজ করুন।’

এর আগে রাজশাহী জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভায় খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপি জনগনের সাথে ভাওতাবাজি করছে। তারা অপপ্রচার চালিয়ে জনগনকে বিভ্রান্ত করতে চায়। এটার বিরুদ্ধে আওয়ামী লীগকে কাজ করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ির কোনো সুযোগ নেই।’

জেলার একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় সাংগঠনিক অবস্থা তুলে ধরেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

(ঢাকাটাইমস/২৪মে/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :