চুয়াডাঙ্গায় শিশুকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বারো বছরের শিশু ঘুমন্ত আলামিনকে অজ্ঞাত দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চিৎলা গ্রামের হাটপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।
নিহত আলামিন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের হাটপাড়ার আজিবর রহমানের ছেলে।
আটকরা হলো একই গ্রামের পশ্চিমপাড়ার জহুরুল ইসলাম, ইব্রাহিম হোসেন ও নিহত আলামিনের মা হাসিনা খাতুন।
বৃহস্পতিবার রাতে হাসিনা খাতুন তিন শিশু সন্তান নিয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল। প্রকৃতির ডাকে সাড়ে দিতে আলামিনের মা বারান্দার গ্রিলের তালা খুলে বাইরে আসে। এসময় অজ্ঞাত পরিচয় তিনজন ঘরে ঢুকে আলামিনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। আলামিনের মা চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন।
রাতে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নেয়।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে অথবা পরকীয়া প্রেমের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। আটক তিন জনের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
(ঢাকাটাইমস/৯জুন/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন