নাপলিতে শিবচর উপজেলা আ.লীগ নেতাকে সংবর্ধনা

ইউরোপ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০১৭, ১৬:৫৮
অ- অ+

ইটালির নাপলিতে বাংলাদেশ আওয়ামী লীগ শিবচর উপজেলার সাধারণ সম্পাদক ডা. সেলিম ও তার সহধর্মিণী শিবচর উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান ফাহিমা আক্তারের আগমন উপলক্ষে নাপলি আওয়ামি লীগের পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।

স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে নাপলি আওয়ামী লীগের সভাপতি নাদিম বেপারির সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন- নাপলি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদ্দুস হাওলাদার, সহ-সভাপতি জয়নাল আবেদিন, ফোরহাদ সিপাহী ও লিয়াকত ফকির, সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান ও বশির আহম্মদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মাদবর, ফেরদাউস উকিল ও আসাদ সর্দার।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো ছিলেন- নাপলি আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর আলম ওমামুন ফরাজি, রাসেল ভুইয়া, মোশারফ খলিফা, জাহাঙ্গীর মুনসী প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে ডা. সেলিম ঢালী বলেন, আওয়ামী লীগ সরকার এখন আর কারো মুখাপেক্ষী নয়। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মত বড় বড় প্রজেক্ট ইতোমধ্যে হাতে নিয়েছি এবং বেশ সফলও হয়েছি।

তিনি বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

পরিশেষে উপস্থিত সকলের জন্য ইফতারের বিশেষ ব্যবস্থা করে নাপলি আওয়ামী লীগ।

(ঢাকাটাইমস/৯জুন/সিকে/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক বছরে ম্যানসিটির সর্বোচ্চ আয়ের রেকর্ড
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব
দেশ গড়ার দ্বিতীয় সুযোগ কোনোভাবে যেন নষ্ট না হয়: আইন উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা