ছাত্রীকে প্রধান শিক্ষকের কু-প্রস্তাব: প্রাথমিক তদন্তে প্রমাণিত

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুন ২০১৭, ২২:৪০

তাহিরপুরে প্রধান শিক্ষকের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে বেধড়ক মারপিটের ঘটনায় প্রাথমিক তদন্তে সত্যতা মিলেছে। সোমবার তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা যৌথ স্বাক্ষরিত তদন্তের প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দাখিল করেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত দেবনাথ।

তদন্তকারী অপর কর্মকর্তা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভিন নাহার এ বিষয়ে বলেন, কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে বেধড়ক মারপিটের ঘটনার তদন্তে সত্যতা পাওয়া গিয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার ওই ছাত্রীর বাবা কাউকান্দি গ্রামের শাহাব উদ্দিন এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, গত ৫ জুন কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই ছাত্রীকে প্রধান শিক্ষকের কক্ষে যাওয়ার কথা বলে এবং এক পর্যায়ে কু-প্রস্তাব দেন। ছাত্রী শিক্ষকের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মারপিট করে আহত করেন। বিষয়টি ছাত্রী তার বান্ধবী ও তার বাবাকে জানালে স্থানীয় ডাক্তার দ্বারা তার বাবা তাকে প্রাথমিক চিকিৎসা করান।

এরই প্রেক্ষিতে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলামের বিরুদ্ধে তদন্তক্রমে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে ঘটনার তদন্তের নির্দেশ প্রদান করেন।

(ঢাকাটাইমস/১২জুন/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :