পাহাড় ধসের শোক সেমিফাইনালে

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুন ২০১৭, ১১:২৫

বাংলাদেশের পাহাড় ধসের শোক ছুঁয়েছে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের মঞ্চ। টানা বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় পাহাড় ধস ও হতাহতের ঘটনায় আজ ভারতের বিপক্ষে কালো ব্যাজ পরে খেলতে নামবেন মাশরাফি-সাকিবরা।

এর আগে পাহাড় ধসে ব্যাপক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাশ তার অফিসিয়াল ফেসবুক পেজে জানান, ‘পাহাড় কাটা আর অপরিকল্পিত বসত বাড়ির কারণে প্রায় প্রতিবছরই এই সময়টাতে পাহাড় ধসের কারণে হতাহতের খবর শুনতে হয়। ভূমি ধসে নিহত সবার আত্মার শান্তি কামনা করছি।’

সেনাবাহিনীর সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মাশরাফি লিখেন, ‘উদ্ধার কাজ করতে গিয়ে প্রাণ হারানো সেনাবাহিনীর বীর সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করছি। দেশের জন্য জীবন দিতে সবাই পারে না, কিন্তু আপনারা পেরেছেন।’

প্রসঙ্গত, প্রথমবারের মত চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ ফাইনালে উঠার দৌড়ে ইংল্যান্ডের এজবাস্টনে ভারতের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। সেমির মতো বড় মঞ্চে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে মুখিয়ে আছেন টাইগার ভক্তরাও।

(ঢাকাটাইমস/১৫জুন/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :