এবার অল্প বয়সী মেয়ের প্রেমে সোমান!
কথায় বলে প্রেমে পড়ার বয়স হয় না। একান্ন বছর বয়সী সুপারমডেল-অভিনেতা মিলিন্দ সোমান ফের প্রেমে পড়েছেন। তবে যে সে প্রেম নয়। নিজের বয়সের প্রায় অর্ধেক বয়সী এক যুবতীর চোখে রীতিমতো হারিয়ে গিয়েছেন বলে ছবিও পোস্ট করেছেন। ইনস্টাগ্রামে নতুন ওই প্রেমিকার সঙ্গে বেশ কয়েকটি ঘনিষ্ঠ ছবিও আপলোড করেছেন ভারতের ‘আয়রনম্যান’।
অবশ্য সোমানের নতুন এই লেডি লাভ নিয়ে বিশেষ কিছু জানা যায়নি। শুধু তাঁর নাম জানা গিয়েছে। তাঁর নাম অঙ্কিতা কোনওয়ার। কীভাবে বা কবে থেকে তাঁদের এই নয়া সম্পর্কের শুরু, তা নিয়েও রয়েছে বিস্তর ধোঁয়াশা।
কখনও বিপাশা বসু, তো কখনও দীপান্বিতা শর্মা। কখনও গুল পনাগ তো কখনও সাহানা গোস্বামী। মিলিন্দ সোমানের লেডি লাক বরাবরই বেশ ভাল। মাঝে মাঝেই টিনসেল টাউনের সুন্দরীদের সঙ্গে নাম জড়িয়েছে সোমানের। ২০০৬-এ ফরাসি অভিনেত্রী মিলিন জাম্পানোইকে বিয়ে করেন তিনি। তবে তিন বছরের মধ্যেই বিচ্ছেদ হয় তাঁদের। তার পর থেকে বার বার প্রেমে পড়লেও, ‘শাদী কা লাড্ডু’ আর খেতে চান না বলেই দাবি এই ৯০-এর দশকের সেক্সিয়েস্ট টিন হার্টথ্রবের।
ঢাকাটাইমস/১৬জুন/এমইউ
মন্তব্য করুন