রাজস্ব আদায়ের নামে হয়রানি বন্ধ চান ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ জুলাই ২০১৭, ২১:৫৮ | প্রকাশিত : ০১ জুলাই ২০১৭, ২১:৫১

জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট ও ট্যাক্স আহরণে আইন প্রয়োগের বিরুদ্ধে নন ব্যবসায়ীরা। তবে রাজস্ব আদায়ের নামে হয়রানি হচ্ছে অভিযোগ করে তা বন্ধের দাবি জানিয়েছেন তারা।

শনিবার মতিঝিলে এফবিসিসিআই সম্মেলনকক্ষে ২০১৭-২০১৮ অর্থবছরের জাতীয় বাজেট উত্তর এক যৌথ সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন এই দাবি জানান।

শফিউল ইসলাম বলেন, ‘নতুন ভ্যাট আইন বাস্তবায়ন না হওয়ায় বাজেটে রাজস্ব আহরণে যে ঘাটতি হবে তা পূরণে দুর্নীতি কমাতে হবে। এছাড়া এনবিআরের কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে হবে। একইসঙ্গে তাদের গবেষণা ও প্রশিক্ষণের যে অভাব রয়েছে তা দূর করতে হবে।’

এফবিসিসিআই সভাপতি বলেন, ‘বিনিয়োগের প্রধান শর্ত আস্থা। নতুন ভ্যাট আইন নিয়ে ব্যবসায়ীরা শঙ্কায় ছিলেন। আইনটি দুই বছরের জন্য পিছিয়ে দেয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে এসেছে।’ এ সময় তিনি ভ্যাট আইন স্থগিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারকে ধন্যবাদ জানান।

(ঢাকাটাইমস/০১জুলাই/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :