তৃতীয় টেস্টে বিশ্রামে হেরাথ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ আগস্ট ২০১৭, ১৭:০০

আগামী ১২ আগস্ট পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচে খেলবেন না শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথ। অন্যদিকে, ইনজুরিতে থাকার কারণে এই টেস্টে খেলতে পারবেন না পেসার ‍নুয়ান প্রদ্বীপ।

হেরাথের কোনও ইনজুরি নেই। কিন্তু সম্প্রতি সময়ে হেরাথের উপর চাপ একটু বেশি হয়ে যাচ্ছে। সামনে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে শ্রীলঙ্কার। সুতরাং, ৩৯ বছর বয়সী হেরাথকে একটু বিশ্রাম দিতেই এই পরিকল্পনা।

ভারত সিরিজ শুরুর আগে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ৭১.১ ওভার বল করেছিলেন রঙ্গনা হেরাথ। এরপর ভারতের বিপক্ষে দুই ম্যাচ মিলে তিনি বল করেছেন ৯১ ওভার। ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হেরে ইতোমধ্যে সিরিজ হেরে গেছে শ্রীলঙ্কা। সুতরাং, তৃতীয় ম্যাচটি নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে।

শ্রীলঙ্কা দলের ক্রিকেট ম্যানেজার আসানকা গুরুসিনহা বলেছেন, ‘হেরাথকে নিয়ে আমরা ঝুঁকি নিতে চাই না। গত তিন টেস্টে তিনি প্রায় ২০০ ওভার বল করেছেন। এটা তার শরীরের জন্য অনেক’।

(ঢাকাটাইমস/৮ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :