চারশ পরিবারের মধ্যে প্রতিমন্ত্রী পলকের ত্রাণ বিতরণ

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৭, ১৬:৩০

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শুক্রবার বিকাল পাঁচটা থেকে শনিবার দুপুর পর্যন্ত নাটোরের সিংড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।

পরিবার প্রতি ২০ কেজি চাল, ৫০০ গ্রাম মশুড়ের ডাল, ৫০০ গ্রাম চিড়া, ওরস্যালাইন, মোমবাতি-দিয়াশালাই, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও নগদ ২০০ টাকা করে দেন।

গত কয়েক দিনের বন্যায় সিংড়ায় উপজেলার পাঁচ শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তাদের জন্য ১০ মেট্রিকটন চাল ও এক লাখ টাকা বরাদ্দ দিয়েছে ত্রাণ মন্ত্রণালয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন, নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সিংড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউএনও মোহাম্মদ নাজমুল আহসান, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমূখ।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল আহসান, বর্তমানে আত্রাই নদীর পানি বিপদসীমার ৭১ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার্তদের ইতিমধ্যে সাতটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রতি মুহূর্তেই বন্যা পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :