নায়করাজের দাফন বুধবার

নজরুল ইসলাম, ঢাকাটাইমস
| আপডেট : ২২ আগস্ট ২০১৭, ২০:২৭ | প্রকাশিত : ২২ আগস্ট ২০১৭, ১৮:৫৮

নায়করাজ রাজ্জাকের দাফন আজ হচ্ছে না। আগামীকাল বুধবার সকাল ১০টায় তার দাফন হবে। তাঁর মেঝো ছেলে রওশন হোসেন বাপ্পী কানাডা থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। সে কারণে দাফনের সময় পেছানো হয়েছে।

মঙ্গলবার বিকালে গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফনের কথা ছিল। কিন্তু বাপ্পি কানাডা থেকে এখনো দেশে পৌঁছাতে পারেননি। সে কারণেই পিছিয়ে দেয়া হয়েছে প্রয়াত অভিনেতা রাজ্জাকের দাফন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ছেলে দেশে আসার পরপরই নায়করাজের দাফন হবে। ধারণা করা হচ্ছে, আজ রাতে অথবা বুধবার ভোরে বাপ্পি দেশে এসে পৌঁছাবেন।

এর আগে সোমবার বিকালে হঠাৎ অসুস্থ হলে রাজ্জাককে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে তার মৃত্যু হয়।

মঙ্গলবার সকালে তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে প্রথম জানাজা শেষে সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

সেখানে ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা দেশের চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতার প্রতি শ্রদ্ধা জানান। গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা হয় নায়করাজের।

শুক্রবার বাদ আসর আজাদ মসজিদে মিলাদের আয়োজন হবে বলে জানিয়েছেন নায়করাজের ছেলে সম্রাট।

(ঢাকাটাইমস/২২আগস্ট/এনআই/এমএম/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :