ব্যাটসম্যানদের জন্য তামিমের তিন পরামর্শ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৭, ০৯:৪৪

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটের বিশাল পরাজয় মেনে নেয় বাংলাদেশ। আজ দ্বিতীয় ওয়ানডে। প্রথম ম্যাচে তামিম ইকবাল ছিলেন দর্শক হয়ে, আজ তার মাঠে নামার প্রবল সম্ভাবনা। দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

আজ জিতলে সিরিজের আশা টিকে থাকবে বাংলাদেশের আর হারলে সিরিজ চলে যাবে দক্ষিণ আফ্রিকার ঘরে। এমন সমীকরণ সামনে রেখে ব্যাটসম্যানদের জন্য তিন পরামর্শ দিয়েছে ড্যাশিং ওপেনার তামিম।

বড় স্কোর গড়তে হবে

‘ব্যাটসম্যানদের সবার নিজের খেলা নিয়েও চিন্তা করা উচিত। ২০-৩০ নিজের জন্য যথেষ্ট নয়, দলের জন্য যথেষ্ট নয়। বড় স্কোর গড়তে হবে।’

একজনকে ৮০-১০০ করতে হবে

‘যদি ২০-৩০ রানের ইনিংসগুলো আমরা ৬০-৭০ করতে পারি, সাথে যদি একজন ৮০-১০০ করে, তাহলে আমাদের রানটা অনেক বড় হয়ে যাবে। একই সঙ্গে আমরা খেলোয়াড়রাও শিখব, এই কন্ডিশনে কিভাবে রান করতে হয়। যদি এভাবে হয় তাহলে খুব ভালো।’

ব্যাটসম্যানদের স্মার্ট হতে হবে

‘ওদের ওয়ার্ক এথিক্স, ওরা যেভাবে অনুশীলনে পরিশ্রম করছে, তা নিয়ে সতীর্থ হিসেবে আমি কোনো অভিযোগ করতে পারি না। ওরা খুব ভালো করছে, অনুশীলনে যতটা সম্ভব পরিশ্রম করছে। একটু ভাগ্যের সহায়তা লাগবে, আর একটু স্মার্ট হতে হবে।’

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :