টেস্টে বাংলাদেশকে আটে তুলতে পারে জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ১৬:৩১ | প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৭, ১৫:৫৯

সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। দক্ষিণ আফ্রিকা সফরে একের পর এক ‘মার খাচ্ছে’ টাইগাররা। বিশেষ করে টেস্ট ক্রিকেটে বাংলাদেশর অবস্থা খুবই নাজুক।

এমন হারের মধ্যে থাকলে র‌্যাঙ্কিংয়ের দৌড়ে ছিটকে পড়তে পারে মুশফিকরা। জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে নেই আর কোনো টেস্ট।

তার মাঝেও বাংলাদেশের সামনে একটা সুযোগ হাতছানি দিচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিম্বাবুয়ে যদি টেস্ট সিরিজ ড্র করতে পারে তবে বাংলাদেশ উঠে যাবে আটে।

৭৫ রেটিং পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু করবে আটে থাকা ওয়েস্ট ইন্ডিজ। নয়ে থাকা বাংলাদেশের পয়েন্ট ৭২। আর দশে থাকা জিম্বাবুয়ের প্রথমবারের মতো টেস্ট খেলবে। তাদের হাতে নেই কোনো পয়েন্ট।

সেক্ষেত্রে উইন্ডিজ যদি সিরিজটা ২-০ ব্যবধানে জিততে পারে তারা পাবে ১ পয়েন্ট। ১-০তে জিতলে পয়েন্ট আগের ৭৫ থাকবে। সিরিজ ড্র হলে মূল্যবান ৩ পয়েন্ট খোয়াবে ওয়েস্ট ইন্ডিজ। তখন তাদের পকেটে থাকবে ৭২ পয়েন্ট। সেই সুযোগে ভগ্নাংশের ব্যবধানে টেস্টে আটে উঠে যাবে বাংলাদেশ।

উল্লেখ্য, শনিবার থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ের মধ্যকার দুই টেস্ট ম্যাচের সিরিজ।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :