আদ্-দ্বীনে কানের মাইক্রো সার্জারি শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৭, ২০:১৯

কম খরচে কানের মাইক্রো সার্জারি শুরু হয়েছে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে। ১৮ অক্টোবর প্রথম অপারেশনও করা হয়েছে।

আদ্-দ্বীনের চিকিৎসকরা জানান, উন্নত ইএনটি ওয়ার্ক স্টেশনের মাধ্যমে আদ্-দ্বীন হাসতালার বহির্বিভাগে সবোচ্চ সেবা দিচ্ছে। এই প্রথম এখানে কানের মাইক্রো সার্জারি বা কান পাকা রোগের সফল অপারেশন করা হয়েছে। অন্যান্য হাসপাতালে এই অপারেশনের খরচ ২৫ থেকে ৩০ হাজার টাকা। সেখানে আদ্-দ্বীন হাসপাতালে ১২ হাজার টাকায় এই অপারেশন সম্পন্ন করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন থেকে কান পাকা রোগে ভুগছিলেন শরিয়তপুর জেলার তরযোসি গ্রামের আবু সায়েম (২৫)। কিন্তু টাকার অভাবে অপারেশন করাতে পারছিলেন না। বেশ কয়েকদিন আগে তার বাবা এনামুল হক তাকে আদ্-দ্বীন হাসপাতালে নিয়ে আসেন। আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান খান সায়েমের অপারেশনের সিদ্ধান্ত নেন। তার তত্ত্বাবধানে গত বুধবার সফল অপারেশন সম্পন্ন হয়।

ডা. মাহমুদুল হাসান খান বলেন, অপারেশন করতে পেরে ভালো লাগছে। বিশেষ করে অন্যান্য হাসপাতালে এই অপারেশনের ব্যয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। এখানে ১২ হাজার টাকায় এই অপারেশন সম্পন্ন করা হয়েছে। রোগী ভালো আছে।

তিনি বলেন, আদ্-দ্বীন হাসপাতালের ইএনটি বিভাগে এখন উন্নত প্রযুক্তির ‘ইএনটি ওয়ার্ক স্টেশন’ সংযোজন করা হয়েছে। যার ফলে বহির্বিভাগে সর্বোচ্চ উন্নত সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। এখানে প্রতিদিন ৪৫ থেকে ৫০ জন রোগী সেবা নিয়ে থাকে।

কান পাকা, রক্ত আসা, পুঁজ পড়াসহ কানে কম শোনা রোগীদের উন্নত চিকিৎসা দেয়া হয় আদ্-দ্বীন হাসপাতালে।

সায়েমের বাবা এনামুল হক খান বলেন, এই রোগের কারণে আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছিল। টাকার অভাবে অপারেশন করাতে পারিনি। এত কম খরচে অপারেশন করাতে পেরে আমার ভালো লাগছে। আমার ছেলে এখন ভালো আছে।

আদ্-দ্বীন কর্তৃপক্ষ জানায়, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে এ ধরনের রোগের প্রকোপ বেশি। সরকারেরর পাশাপাশি সমাজের এসব মানুষদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/এমএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৬ জন

কিডনি নষ্ট হচ্ছে গোপনেই! যেসব লক্ষণ দেখলে মোটেই অবহেলা নয়

দেশে ‘লং কোভিড’ নিয়ে বড় পর্যায়ের গবেষণার তাগিদ

দেশে অ্যাস্ট্রাজেনেকা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া জানতে জরিপ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ: প্রতিরোধে প্রয়োজন দুই বাহকের বিয়ে বর্জন

শিবনারায়ণ দাশের চোখে আলো দেখছেন মশিউর-আবুল কালাম

মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী

বিএমডিসি ছাড়া ‘ভুল চিকিৎসা’ বলার অধিকার কারো নেই: স্বাস্থ্যমন্ত্রী 

নারী মাদকসেবীদের চিকিৎসায় দশ বছরে আহ্ছানিয়া মিশন

সুস্থ আছেন জোড়া মাথা আলাদা করা দুই শিশু: স্বাস্থ্যমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :