‘শেষ ভরসা’ সাকিব

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১০:০৬ | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০১৭, ০৯:০৪

টেস্ট, ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি লড়াই। মাশরাফি বিন মুর্তজার আশাবাদ সাকিব আল হাসানের টি-টোয়েন্টি দল ভালো করবে। পেছনের মলিনতা মুছে বাংলাদেশ ক্রিকেটে আবারও লাগবে রঙের ছোঁয়া, হবে জয়োল্লাস।

‘আমার মনে হয়, সেরা ব্যক্তিই আছে এখানে-সাকিব। নতুন সিরিজ শুরু হবে আবার। টেস্ট, ওয়ানডেতে যা হয়েছে তা ভুলে যদি নতুন সিরিজে যদি আমরা শুরু থেকে ইতিবাচক ক্রিকেট খেলতে পারি তাহলে ভালো করব।’

‘সাকিবের দৃঢ়তার পরীক্ষার কিছু নাই। আমার মনে হয়, সে সব জায়গাতেই চ্যাম্পিয়ন ছিল। অধিনায়ক বা খেলোয়াড় হিসেবে ও আমাদের সেরা একজন। অবশ্যই ওর একার দ্বারা এটা সম্ভব হবে না। যদি দল হিসেবে সবাই খেলতে পারে তাহলে অবশ্যই সম্ভাবনা আছে। মন্তব্য মাশরাফির।

টি-টোয়েন্টিতে নিজের বিদায়ী ম্যাচে যেভাবে খেলেছিল বাংলাদেশ, ঠিক সেভাবে খেলার আহ্বান জানালেন টাইগারদের ওয়ানডে কাপ্তান।

‘আমি যত দূর জানি, সবশেষ সিরিজে শ্রীলঙ্কা ওদের সঙ্গে টি-টোয়েন্টি জিততে পেরেছিল। টেস্ট, ওয়ানডে সব কিছু হেরেও। আমার মনে হয়, ওদের টি-টোয়েন্টিতে হারানো সম্ভব। আমরা যদি আমাদের সম্ভাবনা অনুযায়ী খেলতে পারি, শ্রীলঙ্কায় শেষ ম্যাচে যেভাবে খেলেছিলাম সেভাবে উজ্জীবিত হয়ে খেলতে পারি তাহলে সম্ভব।’

প্রসঙ্গত, প্রথম টি-টোয়েন্টি ২৬ অক্টোবর, ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। আর দ্বিতীয় টি-টোয়েন্টি ২৯ অক্টোবর, ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০টায়।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :