বরিশালে ৫৬ লাখ পাঠ্যবই পাচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীরা

ব্যুরো প্রধান, বরিশাল
 | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৭, ১৯:৩৪

বরিশাল বিভাগে ৫৬ লাখ ৪৮ হাজার ২৯১টি নতুন পাঠ্যবই পাচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীরা। ইতোমধ্যে অনেক উপজেলায়ই পৌঁছে গেছে নতুন বই।

সবকিছু ঠিক থাকলে ১ জানুয়ারি আনন্দমুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা লাইজু।

বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিভাগের জেলা ও উপজেলায় ধাপে ধাপে নতুন বই পৌঁছানো হচ্ছে।

বিভাগের মধ্যে বরিশাল জেলায় ১৫ লাখ ৪৪ হাজার ৮শ বই বিতরণ করা হবে, পিরোজপুর জেলায় বিতরণ করা হবে ৬ লাখ ১৯ হাজার ৮শ বই, ঝালকাঠিতে ৩ লাখ ৫১ হাজার ৪৯৮ বই, বরগুনায় ৬ লাখ ২৪ হাজার ৬৬০ বই, পটুয়াখালীতে ১০ লাখ ৩৫ হাজার ৪৪১ এবং ভোলায় ১৪ লাখ ৭২ হাজার ৯২টি নতুন বই বিতরণ করা হবে প্রাথমিকের শিক্ষার্থীদের কাছে।

বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা লাইজু জানান, আমাদের সব প্রস্তুতিই সম্পন্ন হয়েছে। বিভাগে বই বিতরণে যাতে কোন অনিয়ম না হয় সেই বিষয়টির দিকেও আমরা জোড় নজর রাখছি।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/টিটি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :