লুইস-পোলার্ড ঝড়ে ঢাকার বিশাল সংগ্রহ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৬:২৯ | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৭, ১৪:৫৬

রাজশাহী কিংসকে ২০২ রানের বিরাট টার্গেট দিল ঢাকা ডায়নামাইটস। ক্যারিবিয়ান তরুণ মারকুটে ওপেনার এভিন লুইস ও কাইরন পোলার্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২০১ রান তুলে দলটি। ৩৮ বলে ১০ চার ও এক ছক্কায় ৬৫ রান করেন লুইস। চলতি বিপিএলে টানা ভালো ব্যাটিং করে যাচ্ছেন এ ক্যারিবিয়ান নয়া ঝড়। অন্যদিকে ২৫ বলে ৫২ রান করেন পোলার্ড।

আফ্রিদি- লুইস শুরুটা করেছিলেন ধ্বংসাত্মক মেজাজে। ৩.৫ ওভারেই ৫০ রান তুলে ফেলেন তারা। ৮ বলে ১৫ রান করে ফিরে যান আফ্রিদি। তবে লুইস তাণ্ডব চালাতে থাকেন সমানে। ২৭ বলে করেন অর্ধশত। শেষমেশ ৩৮ বলে ৬৫ রান করে আউট হন লুইস। ৬ বলে ১৩ করেন উইকেট কিপার জহুরুল ইসলাম।

মাঝখানে নাদিফ চৌধুরী (৯ বলে ৬) ও সাকিবের ( ১১ বলে ১১ রান) সাদামাটা ব্যাটিংয়ের পর শেষ দিকে কুমার সাঙ্গাকারা (২২ বলে ২৮ ) ও কাইরন পোলার্ডের ( ২৫ বলে ৫২ ) দারুণ ব্যাটিংয়ে ২০১ রানের বড় স্কোর গড়ে তুলে ঢাকা ডায়নামাইটস। চলতি বিপিএলে এটা দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। রাজশাহী কিংসের পক্ষে হাসান আলী ৩৮ রানে ৩ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ২০১/৭ ( লুইস ৬৫, আফ্রিদি ১৫, সাঙ্গাকারা ২৮, পোলার্ড ৫২; হোসেন আলী ৩৮/৩)

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :