আ.লীগ নেতার ফল বাগানে ত্রাণের টিন

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ০৮:১৫ | প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০১৭, ০৮:১০
ছবির ইনসেটে আওয়ামী লীগ নেতা আবুল হোসেন

নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের পেয়ারা বাগানে সরকারি ত্রাণের টিন ও সৌরবিদ্যুতের প্যানেল ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের পাশাপাশি নিজ দলের নেতারাও এমন অভিযোগ তুললেও আওয়ামী লীগের এই নেতা অবশ্য একে তার বিরুদ্ধে চক্রান্ত হিসেবে দেখছেন। তার দাবি, আগামী জাতীয় নির্বাচনে তিনি লড়াই করতে চান। এটা জানানোর পর তার বদনাম করার জন্যই এমন তথ্য ছড়ানো হয়েছে।

যারা অভিযোগ করছেন, তাদের দাবি, আবুল হোসেন মৃত ১০ জন ব্যক্তির নামে টিন তুলে তা দিয়ে পেয়ারা বাগানে স্থাপনা তৈরি করেছেন।

আবার উপজেলা আওয়ামী লীগ অফিসের নামে বরাদ্দ করা সৌর বিদ্যুতের প্যানেলও তিনি বাগানে লাগিয়েছেন।

প্রতিবছর বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ ও পরিবেশ বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রতিটি উপজেলায় টিন ও নগদ সহায়তা বাবদ নগদ অর্থ আসে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত এ সহায়তার পরিমাণ এক বান্ডিল টিন ও নগদ তিন হাজার টাকা। এসব সহায়তার একটা বড় অংশ স্থানীয় জনপ্রতিনিধি বা সরকারদলীয় নেতাদের সুপারিশে দেয়া হয়। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন ভুয়া নাম সুপারিশ করে এই টিন ও নগদ টাকা তুলে নিয়েছেন। আর এই কাজে সহায়তা করেছে ঠেঙ্গামারা ও আভা নামে দুটি বেসরকারি উন্নয়ন সংস্থা।

তবে আভার নির্বাহী পরিচালক মোখলেছুর রহমান দাবি করেছেন, তারা কোনো অনিয়মে জড়িত নন। তিনি বলেন, তারা শুধু উপজেলা প্রকল্প কর্মকর্তার দেয়া অনুমোদিত তালিকা ও সরকারি বিধি এবং নির্ধারিত মুল্যে সৌর বিদ্যুতের প্যানেল সরবরাহ করে থাকেন।

জানতে চাইলে বাগাতিপাড়া উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ত্রাণের টিন বা সৌর বিদ্যুতের প্যানেল যাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছিল তারাই সেগুলো অফিস থেকে নিয়ে গেছেন। সেগুলো কীভাবে আওয়ামী লীগ নেতা আবুল হোসেনের পেয়ারা বাগানে গেল বা সেখানে আদৌও গেছে কি না তা খতিয়ে দেখা হবে।

বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক সুকুমার মুখার্জী বলেন, ‘এ ঘটনায় এলাকায় দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে। দলের একজন শীর্ষপদের নেতা এমন দুর্নীতির সাথে জড়িত হওয়ায় এবং ফেসবুকে প্রচার হওয়ায় সাধারণ মানুষ বিষয়টি নিয়ে হাসাহাসি করছে। ঘটনাটি নিয়ে দলের নেতা কর্মীরা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। এ কারণে জেলা কমিটি সহ দলের উচ্চ পর্যায়ে বিষয়টি জানানো হয়েছে।’

স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেছেন, ‘বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে বলে শুনেছি। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে দলীয় ফোরামে ব্যবস্থা নেয়া হবে।’

জানতে চাইলে নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন, ‘ত্রাণের ঢেউটিন ও েেসালার প্যানেল উপজেলা আওয়ামী লীগ সভাপতি ব্যবহার করছেন বলে আমিওও শুনেছি। এ বিষয়ে দ্রুত তদন্ত শুরু করা হবে।’

তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই আওয়ামী লীগ নেতা আবুল হোসেন তার বিরুদ্ধে এসব অভিযোগকে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলেছেন। তিনি বলে, ‘আমি আগামী সংসদ নির্বাচনে নাটোর-১ (বাগাতিপাড়া-লালপুর) আসনে প্রার্থিতা ঘোষণা করায় বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও তার সমর্থকরা এসব অপপ্রচার করছেন।’ তিনি বলেন, ‘আমি এমপি সাহেবকে চ্যালেঞ্জ দিচ্ছি, পারলে তারা আমার দুর্নীতি প্রমাণ করুক।’

ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :