বাকৃবিতে অষ্টম ফিজিক্স অলিম্পিয়াড

বাকৃবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৫:১৩

বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কর্তৃক দেশব্যাপী আয়োজিত অষ্টম ফিজিক্স অলিম্পিয়াড ২০১৮ এর অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজে ময়মনসিংহ বিভাগের ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় কেবি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।

কৃষি বিশ্ববিদ্যালয়ের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য অধ্যপক ড. খান মো. সাইফুল ইসলাম, প্রথম অলোর ময়মনসিংহ প্রতিনিধি কামরান পারভেজ।

এরপর সকাল সাড়ে ৯টায় অলিম্পিয়াডে অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীকে নিয়ে একটি র‌্যালি বের করা হয়।

অলিম্পিয়াড উপলক্ষে অনুষ্ঠিত পরীক্ষায় বৃহত্তর ময়মনসিংহের ৬টি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। মোট তিনটি ক্যাটাগরিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 'এ' ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছে সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা। 'বি' ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা এবং 'সি' ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। প্রত্যেক ক্যাটাগরি থেকে উত্তীর্ণ ২০ জন পরীক্ষার্থী ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে বিজ্ঞানের অগ্রগতিতেই বিশ্ব অনেক দূর এগিয়ে যাচ্ছে। তোমাদের মত তরুণ মেধাবী শিক্ষার্থীদের মাধ্যমেই বিজ্ঞানের আজকের এ অগ্রগতি। এখন বিভিন্ন বিষয়ের উপর অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। এসব অলিম্পিয়াডের মাধ্যমে আমাদের বিজ্ঞানের চর্চা বাড়াতে হবে।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

মাদরাসা বোর্ডে জিপিএ-ফাইভ বেড়েছে দ্বিগুণের বেশি

ক্যাম্পাস চালুর দাবি, কুবিতে প্রতীকী ক্লাস

জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালনায় আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ উপাচার্যের

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে ৪ শতাংশ

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :