ইবি শাপলা ফোরামের সভাপতি ড. কামাল, সম্পাদক ড. আলমগীর

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মার্চ ২০১৮, ১৭:৪২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের চূড়ান্ত কমিটি গঠিত হয়েছে। কমিটিতে প্রফেসর ড. কামাল উদ্দিন সভাপতি ও প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি প্রাথমিক নির্বাচন শেষে শনিবার ১৫ সদস্যের চূড়ান্ত কমিটি তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি অধ্যাপক ড. আব্দুল মুঈদ।

জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি শাপলা ফোরামের কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন-২০১৮ অনুষ্ঠিত হয়। সংগঠনের সংবিধান অনুযায়ী সর্বাধিক ভোটপ্রাপ্ত ১৫ জনকে নিয়ে আলোচনার মাধ্যেমে চূড়ান্ত কমিটি করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি অধ্যাপক ড. এএইচএম আক্তারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাাপক ড. জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মামুনুর রহমান।

এছাড়াও সদস্য হিসেবে অধ্যাপক ড. জাকারিয়া রহমান, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মেহের আলী, অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ও সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি শাপলা ফোরামের মোট ১৭১ জন ভোটারের মধ্যে ১৩৫ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল মুঈদ। এছাড়াও অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া ও অধ্যাপক ড. সাইফুল ইসলাম নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

(ঢাকাটাইমস/০৩মার্চ/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

মাদরাসা বোর্ডে জিপিএ-ফাইভ বেড়েছে দ্বিগুণের বেশি

ক্যাম্পাস চালুর দাবি, কুবিতে প্রতীকী ক্লাস

জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালনায় আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ উপাচার্যের

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে ৪ শতাংশ

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :