অনুপ্রবেশকারী গুন্ডাদের হাত গুঁড়িয়ে দেয়া হবে: খোকন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ আগস্ট ২০১৮, ১৬:৪৪

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘বিএনপি-জামায়াতের পরাজিত শক্তি তাদের গুন্ডাবাহিনী লেলিয়ে দিয়ে শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে সহিংস করছে। তারা ভুয়া আইডি কার্ড, ইউনিফর্ম পরে শিক্ষার্থীদের মধ্যে ঢুকে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আমাদের ছাত্র-শিক্ষক, শ্রমিকসহ সর্বস্তরের জনগণ তাদের সমুচিত জবাব দেবে। আর ওই সন্ত্রাসী গুন্ডাবাহিনীর কালো হাত গুঁড়িয়ে দেওয়া হবে।’

সোমবার নগর ভবনে এক মুক্ত আলোচনায় মেয়র খোকন এসব কথা বলেন। ‘নিরাপদ সড়ক ও আমাদের করণীয়’শীর্ষক এই মুক্ত আলোচনার আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। মুক্ত আলোচনায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

মেয়র খোকন বলেন, ‘ছাত্রদের যৌক্তিক দাবির পক্ষে সর্বস্তরের মানুষের সমর্থন ছিল, আছে। কিন্তু গত দুই-তিন দিন ধরে সেই অহিংস আন্দোলন রূপ পরিবর্তন হয়েছে। পরাজিত বিএনপি-জামায়াতের লেলিয়ে দেওয়া গুন্ডাবাহিনী সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঢুকে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। আমরা দেখেছি ছোট্ট সোনামনিদের ঢাল হিসেবে ব্যবহার করার জন্য পরাজিত শক্তি নিপুণভাবে ষড়যন্ত্রে মেতে উঠেছে।’

খোকন বলেন, ‘যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল সেই চক্রান্তকারীদের প্রজন্ম ছাত্রদের ইউনিফর্ম পরে, আইডি কার্ড ঝুলিয়ে রাজপথে সাধারণ মানুষের ওপর আক্রমণ শুরু করেছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’

সাঈদ খোকন বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এই দেশে মুক্ত অধিকার প্রকাশের সব সুযোগ সরকার দিয়েছে। শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য সমস্ত সুবিধা দেওয়া হয়েছে। সেই সুযোগ ব্যবহার করে যদি ব্যাগের মধ্যে পাথর, অস্ত্র নিয়ে বঙ্গবন্ধু কন্যার ওপর হামলা চালানোর চেষ্টা করা হয় বা হামলা করা হয় তাহলে বাংলার জনগণ বসে থাকবে না।’

মেয়র অনুষ্ঠানে আসা স্কুলছাত্রদের উদ্দেশ্যে বলেন, ‘ছাত্রছাত্রীরা আমাদের একটি পথ দেখিয়েছে। এটা বাস্তবায়নে আমাদের সবাইকে কাজ করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সবাই সচেতন হলে আমাদের প্রাণ বাঁচবে।’

এ সময় মেয়র বিশেষ করে আইন মানার বিষয়ে জোর দেন। পথ চলাকালে হেডফোন ব্যবহার না করা এবং ফুটপাথ ব্যবহারের বিষয়ে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।

সাঈদ খোকন বলেন, ‘আমরা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে কয়েকবার মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ বাহন, লাইসেন্সবিহীন চালক, মেয়াদ উত্তীর্ণ যানবাহনকে আটক করি এবং মামলা দিই। কিন্তু আমাদের নিজস্ব কোনো কর্মকর্তা নেই এই বিষয়টা নিয়ন্ত্রণ করতে। এই কাজ করতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়ে থাকি যা সব সময় পাওয়া সম্ভব না।’

মুক্ত আলোচনা অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার প্রায় সব স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নাগরিকদের এই মুক্ত আলোচনায় স্কুলের শিক্ষার্থীরাও মেয়রের কাছে তাদের মত তুলে ধরেন।

রাজধানীর শেরেবাংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ঐশ্বর্য দাস ঐশী বলে, ‘নিরাপদ সড়কের দায়িত্ব অনেকটাই পুলিশের। বেশিরভাগ ট্রাফিক সার্জেন্ট তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলেও অনেকেই দায়িত্বে অবহেলা করেন। পাশাপাশি আমরা আরও একটা দাবি জানাতে চাই, বিশ্ববিদ্যালয়ে যেন নিরাপদ সড়ক নামে একটি বিভাগ খোলা হয়।’

আলোচনায় অংশ নিয়ে কে এল জুবলী স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী অয়ন সাহা বলে, ‘আমরা নিরাপদ সড়ক চাই। সড়কে শৃঙ্খলা আনতে আমাদের স্কুলের সামনে একজন ট্রাফিক চাই। রাস্তা খুব সরু, এগুলো বাড়ানো উচিত। আমরা মেয়রের কথায় বিশ্বাস রেখে ঘরে ফিরছি। কিন্তু আমাদের দাবিগুলো মানতে হবে।’

মুক্ত আলোচনায় অংশ নিয়ে কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘নিরাপদ সড়কের এই দাবি দীর্ঘদিনের। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং সড়ক নিরাপদ করতে দরকার সম্মিলিত উদ্যোগ। সবার প্রচেষ্টা এবং সচেতনতাই পারে নিরাপদ সড়ক উপহার দিতে।’

বিভিন্ন স্কুল থেকে আসা একাধিক শিক্ষার্থী এ সময় জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় তারা এখন যার যার শিক্ষাক্ষেত্রে ফিরে যাবে। মন্ত্রিপরিষদের চলমান আইন নিয়ে আলোচনা চলায় সন্তুষ্টি প্রকাশ করে বেশ কয়েকজন শিক্ষার্থী।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/জিএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

গবেষণায় ভালো করলে স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আসবে: বিএসএমএমইউর উপ-উপাচার্য

হাসিনা-থাভিসিন দ্বিপাক্ষীক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর

কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা স্বেচ্ছাচারিতামূলক: টিআইবি

রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করবে ঢাকা-ব্যাংকক: পররাষ্ট্রমন্ত্রী

একযোগে আট বিভাগে সম্পন্ন হলো ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

৭৬ বছরের রেকর্ড ভাঙছে তাপপ্রবাহ

তাপপ্রবাহে রেলের কর্মীদের জন্য ৫ নির্দেশনা

মানবসম্পদ উন্নয়নে উচ্চ শিক্ষার বিকল্প নেই: স্থানীয় সরকার মন্ত্রী

তাপমাত্রার মতোই বেড়েছে সবজি ও মাছ-মাংসের দাম

১৬ জেলায় তীব্র তাপপ্রবাহ, দুই জেলায় অতি তীব্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :