কোটা বহাল দাবিতে শাহবাগে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইম
| আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ১৭:৩৮ | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০১৮, ১৬:৫০

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ আজও চালিয়ে যাচ্ছেন মুক্তিযোদ্ধার সন্তানরা। তৃতীয় দিনে সমাবেশের ডাক দেয়া হলেও বৃষ্টিতে ব্যাহত হয়েছে তাদের অবস্থান।

গত বুধবার প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। পরদিন জারি হয় পরিপত্র। আর এই সিদ্ধান্তের পর বুধবার বিকালে শাহবাগে অবস্থান নেয় মুক্তিযোদ্ধার সন্তানরা।

এর মধ্যে শুক্রবার এমবিবিএসে ভর্তি পরীক্ষার জন্য নয় ঘণ্টা কর্মসূচি শিথিল রাখা হয়। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উপলক্ষেও শিথিল থাকে অবরোধ। তবে বিকাল তিনটায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ।

সমাবেশে মানিকগঞ্জ, নেত্রকোণা, রাজশাহী, বরিশাল, শেরপুর, যশোরসহ দেশের বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধার সন্তানরা যোগ দিয়েছে। কোটা বাতিলের প্রতিবাদে মুক্তিযোদ্ধার সন্তানদের এ সমাবেশ সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে।

সমাবেশে বক্তারা বলেন, ‘দেশের স্বাধীনতার সঙ্গে মুক্তিযোদ্ধাদের অবদান ওতপ্রোতভাবে জড়িত। মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। তাই যতদিন দেশ থাকবে ততদিন দেশের চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের ৩০ শতাংশ কোটা বহাল রাখতে হবে।’

মুক্তিযোদ্ধা কোটা বাতিলের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা রাজাকার আলবদর আলসামসের সন্তানদের চাকরির সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন বলেও মন্তব্য করেন বক্তারা।

একজন বলেন, ‘এতে করে প্রধানমন্ত্রী প্রশ্নবিদ্ধ হচ্ছেন। আমরা এটা বাস্তবায়ন হতে দেব না। আমরা প্রধানমন্ত্রীকে বিষয়টি ভেবে দেখার অনুরোধ করছি।সারাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তীব্র প্রতিবাদ গড়ে তুলুন।’

এই কর্মসূচিকে ঘিরে শাহবাগ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে এই মোড় হয়ে চলাচলকারী গাড়িগুলোকে বিকল্প পথ ব্যবহার করে চলতে হচ্ছে। এতে যানজটে ভোগা এই নগরীতে চলাচলে ভোগান্তি বেড়েছে আরও বেশি।

তবে স্পর্শকাতর বিবেচনায় পুলিশ মুক্তিযোদ্ধার সন্তানদেরকে বাধা দিচ্ছে না। যদিও কর্মসূচির আশেপাশে তারা অবস্থান নিয়ে আছে। কর্মকর্তার জানান, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

ঢাকাটাইমস/০৬অক্টোবর/আরএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

পারিবারিক মূল্যবোধ রক্ষার ওপর জোর দিতে হবে: ভূমিমন্ত্রী

সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত: সালাম

স্যাটেলাইট ইমেজে জানা যাবে কোথায় গাছ লাগাতে হবে: পরিবেশমন্ত্রী

উপজেলা নির্বাচন: ১২২ উপজেলায় প্রতীক বরাদ্দ সোমবার

বাংলাদেশে বিনিয়োগ করতে ইতালির ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

ফুডসিস্টেম ড্যাশবোর্ডে সহজ হবে নীতিমালা প্রণয়ন: খাদ্য সচিব

নিরাপদ সড়ক গড়তে উবার-বিআরটিএ’র যৌথ উদ্যোগ

উন্নত বাংলাদেশ মানে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা: নৌ প্রতিমন্ত্রী

এপ্রিলে সড়কে ঝরেছে ৬৭৯ প্রাণ, ক্ষতি ২ হাজার কোটি টাকার বেশি

বস্ত্র ও পাটমন্ত্রীর কাছে ভিসাসহ তিন সমস্যায় সহযোগিতা চাইলেন কোরিয়ান রাষ্ট্রদূত

এই বিভাগের সব খবর

শিরোনাম :