‘ব্যালন ডি’র জয়ের স্বপ্ন দেখি’

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১২:৩৬ | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৮, ১২:২৯
আতোয়ান গ্রিজম্যান

দলের সাফল্যটাই বড় আতোয়ান গ্রিজম্যানের কাছে। তবে যোগ্যতার ভিত্তিতে ব্যক্তিগত পুরষ্কার জয়ের স্বপ্নও দেখেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ড। স্বপ্ন দেখেন একদিন তার হাতে ওঠবে ব্যালন ডি’অর খেতাব। আগামী ৩ ডিসেম্বর প্যারিসে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।

গত এক যুগ ধরে ফুটবলের ব্যক্তিগত খেতবগুলো ভাগাভাগি করে নিয়েছেন মেসি-রোনালদো। ২০১৬ সালে ব্যালন ডি’অরের তিন জনের ছোট্ট তালিকায় তাদের সঙ্গে ছিলেন গ্রিজম্যান। সেবার পুরষ্কার জেতার আশা পূরণ হয়নি। রোনালদো আর মেসির পেছনে থেকেই শেষ করতে হয়েছিল তাকে।

রাশিয়া বিশ্বকাপ শেষে পরিচিত দৃশ্যপটে পরিবর্তন এসেছে। মেসি-রোনালদোর রাজত্বের অবসান ঘটিয়ে উয়েফার বর্ষসেরা আর ফিফার ‘দ্য বেস্ট’ খেতাব জিতেছেন লুকা মদ্রিচ। রইল বাকি ব্যালন ডি’অর। গ্রিজম্যান যার যোগ্য দাবিদার।

রাশিয়ায় ফ্রান্সকে বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জেতাতে অনবদ্য ভূমিকা রেখেছিলেন গ্রিজম্যান। দলীয় অর্জনের পাশাপাশি ২০১৭-১৮ মৌসুমে ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ছিলেন গ্রিজম্যান। অ্যাটলেটিকোর জার্সিতে করেছেন ২৯ গোল। উয়েফা ইউরোপা লিগ আর উয়েফা সুপার জিতেছেন। সবমিলিয়ে ৬৫তম ব্যালন ডি’অরে যোগ্য দাবিদার তিনি। গ্রিজম্যানও এই পুরষ্কার জয়ের স্বপ্ন দেখছেন, ‘এটা সবচেয়ে সম্মানজনক আর ঐতিহাসিক অ্যাওয়ার্ড। অবশ্য আমি এমন একজন ফুটবল যে কি না সবসময় দলীয় অর্জনকেই গুরুত্ব দেয়। তবে এটা ঠিক ব্যালন ডি’অর জয় দারুণ কিছু হতো আমার জন্য।’

গ্রিজম্যান সঙ্গে যোগ করেন, ‘আমি এটা বলতে মোটেও ভীত নই। আমি ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি চ্যাম্পিয়ন্স লিগ আর বিশ্বকাপ জয়ের। আমি অনেক কিছু পাওয়ার স্বপ্নই দেখি আমি। প্রতিদিন যখন ঘুম থেকে জাগি আর কেনো কিছু অর্জনের লক্ষ্য স্থির করি, এসব স্বপ্ন আমাকে প্রেরণা দেয়।’

উল্লেখ্য, ১৯৫৬ সাল থেকে ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন বর্ষসেরা ফুটবলারের খেতাব ব্যালন ডি’অর দিয়ে আসছে। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ফিফার সঙ্গে যুক্ত হয়ে ফিফা ব্যালন ডি’অর নামে এই খেতাব দেয়া হয়েছিল। কিন্তু ২০১৬ সাল থেকে পূর্বের অবস্থায় ফিরে গেছে ফেঞ্চ ফুটবল। অর্থাৎ গত দুই মৌসুমে এককভাবে বর্ষসেরা খেলোয়াড় ঘোষণা করেছে তারা। দুবারই জিতেছেন রোনালদো। দেখা যাক, এবার এই তালিকায় গ্রিজম্যানের নাম উঠে কি না। সূত্র: ইএসপিএন এফসি

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :