মাশরাফিকে আ.লীগের প্রার্থী ঘোষণায় নড়াইলে উচ্ছ্বাস

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৮, ২০:৫১

একাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ক্রিকেটতারকা মাশরাফি বিন মর্তুজাকে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী ঘোষণায় তার নির্বাচনী এলাকায় আনন্দ-উচ্ছ্বাস ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে নড়াইল-২ আসনে মাশরাফির মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন। এ খবরে আনন্দে ফেটে পড়েন মাশরাফি ভক্তসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা।

‘নড়াইল এক্সপ্রেস’কে চূড়ান্ত প্রার্থী ঘোষণার পর সন্ধ্যা থেকে রাত অবধি রূপগঞ্জ এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।

নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন বিশ্বাসের উদ্যোগে বাস, অটোবাইক, ব্যবসাপ্রতিষ্ঠানসহ পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন দলীয় নেতাকর্মীরা। এ সময় মাশরাফি... মাশরাফি... স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা এলাকা।

মিষ্টি বিতরণ অনুষ্ঠানে ছিলেন- আওয়ামী লীগ নেতা বিএম লিয়াকত হোসেন, ইকবাল হোসেন, তরিকুল ইসলাম, জিএস পলাশ, ফিরোজ শেখ প্রমুখ।

এদিকে, গত কয়েক দিন ধরে নড়াইল-২ আসনে মাশরাফির চূড়ান্ত মনোনয়নের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। গণমাধ্যমকর্মীদের কাছে অনেকেই জানতে চান- সত্যিই কী নড়াইল-২ আসনে মাশরাফি মনোনয়ন পাচ্ছেন, নাকি অন্য কোনো আসনে? বিশেষ করে কয়েক দিন ধরে বিভিন্ন গণমাধ্যমে ও ফেসবুকে মাশরাফির প্রার্থিতা নিয়ে বিভিন্ন ধরনের লেখালেখি এবং মন্তব্য করায় সবার মাঝে এ বিষয়ে কৌতুহল সৃষ্টি হয়।

এ বিষয়ে মঙ্গলবার দৈনিক ঢাকা টাইমস পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘মাশরাফির কাছে সবাই ম্লান’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদনে নড়াইল-২ আসনে মাশরাফির প্রার্থিতা ও মনোনয়ন বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। মাশরাফির চূড়ান্ত প্রার্থিতার ঘোষণায় অবশেষে ঢাকা টাইমস খবরের প্রতিফলন হয়েছে।

অপরদিকে, নড়াইল-২ আসনে কে হচ্ছেন মাশরাফির প্রতিদ্বন্দ্বী প্রার্থী? এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা। বিশেষ করে ২০ দলীয় জোট তথা ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী, না অন্য দলের কেউ মাশরাফির প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন? এ নিয়ে নির্বাচনী মাঠে তুমুল আলোচনা চলছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়নপত্র কিনেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি তবিবুর রহমান মনু জমাদ্দার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল-২ আসনের সাবেক এমপি মরহুম শরীফ খসরুজ্জামানের ছেলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক শরীফ কাসাফুদ্দোজা কাফী, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সম্মিলিত পেশাজীবী পরিষদ খুলনার সদস্য সচিব ডা. সেখ মোহাম্মাদ আখতার-উজ-জামান, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু ও শাহরিয়ার আলম।

এছাড়া জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদও এ আসনে মনোনয়নপ্রত্যাশী। এছাড়া ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দীন এবং এনপিপির (ছালু) জেলা সভাপতি মনিরুল ইসলাম নিজ দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন। যদিও প্রথম দিকে এনপিপির একাংশের কেন্দ্রীয় সভাপতি শেখ ছালাউদ্দিন ছালু নিজে নড়াইল-২ আসনে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। এসব প্রার্থীর মধ্যে কেউ মাশরাফির প্রতিদ্বন্দ্বী হচ্ছেন, নাকি অন্য কেউ; বিষয়টি নিয়ে সর্বত্র আলোচনা চলছে।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :