বোয়ালমারীতে পুকুর থেকে ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৬, ২০:৪৭
প্রতীকী ছবি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পুকুর থেকে খোকন সিকদার (৪৮) নামে এক ইটাভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শনিবার এ তথ্য নিশ্চিত করেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

নিহত খোকন সিকদার গুনবহা ইউনিয়নের হরিহরনগরে মেসার্স স্টার ব্রিক্স-এ কাজ করতেন। তিনি হরিহরনগর গ্রামের আব্দুর রউফ সিকদারের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় ওই ভাটার পাশের একটি পুকুরে খোকনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে লাশ উদ্ধার করে শনিবার ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

জানা যায়, খোকন দীর্ঘদিন ধরে স্টার ব্রিক্স ফিল্ডে শ্রমিকের কাজ করতেন। ইটভাটার মালিক বিএনপি নেতা আহসানুল কবির হেলালের সঙ্গে ওই দিন খোকনের বাকবিত-া হয়েছিল।

এ ব্যাপারে ইটভাটার মালিক আহসানুল কবির হেলাল বলেন, সে স্যালো মেশিনের কাজ করতে গেলে পানিতে পড়ে যায়। সাতাঁর না জানায় পানিতে ডুবে তার মৃত্যু হয়।

গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. সিরাজুল ইসলাম বলেন, আমরা খোকনের মারা যাওয়ার কথা শুনে ইটভাটায় ২/৩শ লোক জড়ো হই। জড়ো হওয়ার পর আহসানুল কবির হেলালকে ফোন করলে তিনি আমাকে বলেন সে (হেলাল) ফরিদপুরে আছে বাড়িতে এসে কথা বলবে।

বোয়ালমারী থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর কিভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। মামলা নং ২৭।

উল্লেখ্য এর আগেও ওই ভাটার পাশ থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছিল। আজও সেই রহস্য উদঘাটিত হয়নি এমনকি সেই নারীর পরিচয়ও জানা যায়নি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

(ঢাকাটাইমস/০৫নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :