টেশিস-বিটিসিএল চুক্তি বহাল, ক্ষতিপূরণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০১৭, ২১:০৮

দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের ঢাকা থেকে কুয়াকাটা সঞ্চালন লাইনের যন্ত্রপাতি স্থাপনের জন্য টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) সঙ্গে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানির (বিটিসিএল) চুক্তি বহাল রেখে সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান নেটাস টেলিকমিউনিকেশনসকে ১০ হাজার ইউএস ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। নেতাশকে এই ১০ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে টেশিসকে নির্দেশ দিয়েছেন আদালত।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ সোমবার এই আদেশ দেন। টেশিস ও বিটিসিএলের চুক্তি অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে তিন পক্ষের করা লিভ টু আপিলের নিষ্পত্তি করে এই রায় দিল আপিল বিভাগ।

আদালতে বিটিসিএলের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, টেশিসের পক্ষে ছিলেন কামাল উল আলম। তাদের সাথে ছিলেন বিটিসিএলের আইন উপদেষ্টা কাজী মাঈনুল হাসান। নেতাশের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী, এ এম আমিন উদ্দিন ও মাহফুজুর রহমান।

বিটিসিএলের আইন উপদেষ্টা কাজী মাঈনুল হাসান সাংবাদিকদের বলেন, বিটিসিএল টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) সাথে চুক্তি করে যে কার্যাদেশ দিয়েছিল আপিল বিভাগ সেটি বহাল রেখেছেন। তার আগে বিটিসিএল যে দরপত্র বাতিল করেছিল সেটিও বহাল রেখেছেন আদালত। তবে বিটিসিএল- এর দরপত্র পাওয়া প্রতিষ্ঠান নেটাসকে ১০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে বলেছেন আপিল বিভাগ। টেসিসকে ওই ক্ষতিপূরণ দিতে বলেছেন আদালত।

মামলার নথি সূ্ত্রে জানা গেছে, দ্বিতীয় সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত হতে ঢাকা থেকে কুয়াকাটা, বেনাপোল ও আখাউড়াসহ বিভিন্ন জায়গার মধ্যে উচ্চ ক্ষমতার (১০০ জিবি) সঞ্চালন যন্ত্রপাতি স্থাপনের জন্য গত বছর ২৭ এপ্রিল আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্র ডাকে বিটিসিএল। দরপ্রস্তাবে অংশ নেয়া তিনটি কোম্পানির মধ্যে নেটাস টেলিকমিউনিকেশনস, টার্কিকে একমাত্র টেকনিক্যালি রেসপনসিভ ঘোষণা করে গত ১৫ সেপ্টেম্বর তাদের কার্যাদেশ দেয়ার সুপারিশ করে প্রস্তাব পাঠায় দরপত্র মূল্যায়ন কমিটি। কিন্তু বিটিসিএলের পরিচালনা পর্ষদ নেটাসকে কাজটি না দিয়ে পুরো দরপত্র প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত নেয় এবং ১ নভেম্বর চিঠি দিয়ে ওই কোম্পানিকে বিষয়টি জানায়। তারপর ওই যন্ত্রপাতি কেনা ও স্থাপনের কাজ বিনা দরপত্রে দেয়া হয় টেশিসকে। গত ১৫ নভেম্বরে টেশিসের সঙ্গে চুক্তি করে বিটিসিএল। ওই চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে এরপর হাইকোর্টে যায় নেটাস। শুনানি শেষে গত ১২ ডিসেম্বর হাই কোর্ট টেশিস ও বিটিসিএলের চুক্তি অবৈধ ঘোষণা করে এবং নতুন করে আন্তর্জাতিক দরপত্র ডাকার নির্দেশ দেয়।

নতুন করে আন্তর্জাতিক দরপত্র ডাকার নির্দেশনার বিরুদ্ধে এরপর আপিল বিভাগে আপিলের আবেদন করে নেটাস। অন্যদিকে বিটিসিএল ও টেশিস চুক্তি বাতিলের বিরুদ্ধে আলাদা লিভ টু আপিল করে।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এমএবি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

বিডিনিউজ সম্পাদক খালিদীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল দুদকের

পরীমনির আবেদনে পেছাল মাদক মামলার সাক্ষ্যগ্রহণ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা: পিনাকী ভট্টাচার্যকে অভিযুক্ত করে চার্জশিট, মুশফিককে অব্যাহতি

আগামী সপ্তাহ থেকে আপিল বিভাগে দুই বেঞ্চে বিচারকাজ চলবে

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

এই বিভাগের সব খবর

শিরোনাম :