প্রধানমন্ত্রী কার্যালয়ের নতুন সহকারী প্রেস সচিব আশরাফ বিটু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০১৭, ১৭:৪০| আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৯:৩০
অ- অ+

আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআইয়ের সদস্য আশরাফ সিদ্দিকী বিটুকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস ইউং এর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি এক বছর দায়িত্ব পালন করবেন। তবে এ জন্য তার অন্য সব সংগঠন থেকে পদত্যাগ করতে হবে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি হওয়া এক আদেশে এ কথা জানানো হয়েছে। এই আদেশে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠন থেকে পদত্যাগের শর্ত পূরণ সাপেক্ষে এই নিয়োগ চূড়ান্ত হবে।

জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে উপসচিব আফসারী খানমের সই করা আদেশে বলা হয়েছে।

এই নিয়োগ পেয়ে যারপর নাই খুশি আশরাফ সিদ্দিকী বিটু। ফেসবুকে তিনি লিখেন, আমাদের ভরসার ঠিকানা, আশার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অশেষ শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালবাসা। সকলের শ্রদ্ধা ও ভালবাসা চাই।’

আশরাফ সিদ্দিকী বিটুর বাড়ি ময়মনসিংহ শহরে। তার বাবা আবু বকর সিদ্দিকী পেশায় একজন আইনজীবী। এর আগে তিনি সোনালী ব্যাংকে চাকরি করতেন। সেখান থেকে অবসরের পর আসেন আইনপেশায়।

আশরাফ ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। ছাত্রত্ব শেষে তিনি আওয়ামী লীগের গবেষণা শাখা সিআরআইএ যোগ দেন। কয়েক বছর ধরেই তিনি সেখানে কাজ করছেন।

ঢাকাটাইমস/২৪এপ্রিল/টিএ/ডব্লিউবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাধবপুর উপজেলা আ.লীগের নেতা গ্রেপ্তার  
চট্টগ্রামের টেস্ট: প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ, তাইজুলের ফাইফার
যশোরে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
আখাউড়ায় কৃষি ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে উপহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা