জমি নিয়ে বিরোধ: শিক্ষক পেটালেন স্কুলছাত্রকে

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মে ২০১৭, ২২:২৬
অ- অ+

নবম শ্রেণির ছাত্রকে প্যান্টের বেল্ট দিয়ে পিটিয়েছেন বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ আলী। ৬ মে উপজেলার ভানোর ইউনিয়নের বোয়ালধার গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ওই ছাত্র বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। নাজমুল হক বালিয়াডাঙ্গী উপজেলার চড়তা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং বোয়ালধার গ্রামের মকবুল হোসেনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ৬ মে সকাল ৯টার দিকে নাজমুল স্কুলে যাওয়ার সময় মমতাজ আলী অতর্কিতভাবে প্যান্টের বেল্ট দিয়ে তাকে পেটান এবং লাথি মেরে গুরুতর আহত করেন। পারিবারিক জমির বিরোধ নিয়ে এ ঘটনা ঘটেছে। পরে নাজমুলের বাবা মকবুল হোসেন ও স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ছেলেকে মারধরের বিচার চেয়ে মকবুল থানায় লিখিত অভিযোগ করেন।

মমতাজ মাস্টারের স্ত্রী লুজি আক্তার বলেন, আমার স্বামী অমানবিকভাবে নাজমুলকে মারপিট করেছে। এভাবে ছেলেটাকে মারপিট করা উচিত হয়নি।

এছাড়াও নাজমুলের মা, দাদা এবং স্থানীয় সকলেই ঘটনার সত্যতা স্বীকার করেন এবং উপযুক্ত বিচার দাবি করেন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষকে শুক্রবার থানায় ডাকা হয়েছে।

মোবাইল ফোনে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ওই প্রধান শিক্ষক জানান, আমি ব্যস্ত আছি।

(ঢাকাটাইমস/১১মে/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১২- স্মৃতির দংশনে হঠাৎ ঢাকায় ফেরা
বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই, দূর থেকে আবেদন করার সুযোগ
ফেনী পরিস্থিতির অবনতি, গ্রামের পর গ্রাম প্লাবিত, অনেক জায়গায় বিদ্যুৎ বন্ধ
গাজায় মানবিক সংকটে ক্ষুব্ধ যুক্তরাজ্য, ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা