কুমিল্লায় নিখোঁজ দুই বোন সিলেটে উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০১৭, ২০:২৫
অ- অ+

কুমিল্লার চান্দিনা উপজেলার নিখোঁজ দুই শিশু বোনকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে সিলেট নগরী থেকে তাদেরকে উদ্ধার করা হয়। তাদেরকে শিগগির পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

তারা হলো- চান্দিনা উপজেলার কাদুটি গ্রামের আনিকা সুলতানা ঋতু (১৩) ও মাহিদা আক্তার রিয়া (৮)। ঋতু কংগাই উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

জানা যায়, পরিবারের সাথে অভিমান করে ছোটবোনকে নিয়ে ৩১ মে বাড়ি থেকে বের হয়ে যায় সপ্তম শে্িরণর ছাত্রী ঋতু। অনেক খোঁজাখুঁজি করে তাদের কোনো সন্ধান না পেয়ে চান্দিনা থানায় একটি সাধারণ ডায়েরি করে তাদের পিতা।

শুক্রবার সন্ধ্যার পর সিলেট শহরে তাদেরকে আটক করে কোতয়ালি পুলিশ। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ সিলেট থেকে তাদেরকে উদ্ধার করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, দুই বোন নিখোঁজের পর আমরা বিভিন্ন পুলিশ স্টেশনে ম্যাসেজ পাঠিয়ে দেই। উদ্ধার হওয়া দুই বোনকে শনিবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/০৩জুন/প্রতিনিধি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউরোপজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ: ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্কে রেড অ্যালার্ট জারি
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা