ঝিনাইদহে বিআরটিএ অফিসে অভিযান, দালালের জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০১৭, ১৮:০৬
অ- অ+

ঝিনাইদহ বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে ফজলুল হক নামের এক দালালকে আটক করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসক জাকির হোসেন এ অভিযান চালান।

আদালত সূত্রে জানা যায়, দুপুরে জেলা প্রশাসক জাকির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিআরটিএ অফিসে অভিযান চালায়। সেসময় হাতে নাতে দালাল ফজলুল হককে আটক করা হয়। পরে আদালত বসিয়ে পেনাল কোড অনুযায়ী ৫০০ টাকা জরিমানা ও অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদ- দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম।

অভিযানে স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো. রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, এনডিসি মিজাবে রহমত, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া, নুর নাহার বেগম, জাফর সাদিক চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা প্রশাসক জাকির হোসেন যোগদানের পরেই অভিযান চালিয়ে ওই অফিস থেকে এক দালালকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাগারে পাঠান।

(ঢাকাটাইমস/১৩জুন/প্রতিনিধি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কেরানীগঞ্জ থেকে অপহৃত মেহেদী রূপগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২
মাঠে ফেরা নিয়ে তাড়াহুড়ো করতে চান না সৌম্য সরকার
ঢাকাস্থ পটিয়া সমিতির সভাপতি আলী নেওয়াজ, সম্পাদক নুরুল ইসলাম
বগুড়ায় পুলিশি হেফাজত থেকে পালানো আসামি গ্রেপ্তার  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা