বরিশালে দানবীর অমৃতলাল দের প্রয়াণ দিবস পালন

ব্যুরো প্রধান, বরিশাল
  প্রকাশিত : ১৪ জুন ২০১৭, ১৭:২৯
অ- অ+

শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শোক র‌্যালি, আলোচনা সভা এমনি নানা আয়োজনে বরিশালে পালিত হচ্ছে সমাজসেবক, দানবীর, শিক্ষানুরাগী, বিশিষ্ট শিল্পপতি অমৃতলাল দের ২৪তম প্রয়াণ দিবস।

এ উপলক্ষে সকাল ৭টায় শোক র‌্যালি বের হয়ে অমৃতলাল দে কলেজ প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।

স্মরণ সভায় বক্তারা বলেন, অক্লান্ত পরিশ্রম আর সততার মধ্যদিয়ে দারিদ্র্যকে জয় করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন অমৃতলাল দে। শিক্ষার প্রতি তার যথেষ্ট অনুরাগ ছিল বলেই তিনি একাধিক স্কুল-কলেজ নির্মাণ করেছেন। বাল্যের দারিদ্র্যের কথা মনে রেখেই প্রচুর দান করেছেন ব্যক্তি থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে। সহজ কথায় অসহায় বা আর্তেরসেবায় অমৃতলাল দের ভূমিকা ছিল সর্বাগ্নে।

বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, এসএম ইকবাল, আওয়ামী লীগ নেতা লস্কর নূরুল হক, সাংস্কৃতিক সংগঠক সৈয়দ দুলাল, কাজল ঘোষ, অধ্যাপক ড. মনন অধিকারী, পরিবারের পক্ষে রাখাল চন্দ্র দে, ভানু লাল দে প্রমুখ।

(ঢাকাটাইমস/১৪জুন/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নওগাঁয় সাবেক মন্ত্রী সাধনের বাড়িতে ভাঙচুর
সিরাজগঞ্জে ৮১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কুবি ছাত্রলীগ নেতা ভিক্টোরিয়া কলেজ থেকে আটক
গত ৫৩ বছর দেশে শুধু বিভক্তি দেখেছে মানুষ: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা