লালমনিরহাটে লাঠির আঘাতে প্রাণ গেল শ্রমিকের

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০১৭, ১২:৩২
অ- অ+

জেলার আদিতমারী উপজেলার পলাশী বাজার এলাকায় তুচ্ছ ঘটনায় লাঠির আঘাতে আব্দুর রাজ্জাক নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

রাজ্জাক পলাশী ইউনিয়নের মদনপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার দুপুরের খাবার নিয়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সংস্কার কাজে আসেন আব্দুর রাজ্জাক। ওই কাজে তার সঙ্গে অন্যসব শ্রমিকের মত তার এলাকার নুরুজ্জামানের ছেলে রিপনও কাজে আসেন। খাবার শেষে টিফিন বাটি ফেলে যান রিপন। সেই বাটি নিয়ে যান শ্রমিক রাজ্জাকের ভাই জাহেদুল ইসলাম। পরে তাদের টিফিন বাটি অনিচ্ছাকৃত ভুলে বদল হয়। এ নিয়ে বিতর্ক বাধে রিপন ও রাজ্জাকের মাঝে। এক পর্যায়ে রিপন ও তার বাবা নুরুজ্জামান লাঠি দিয়ে রাজ্জাককে আঘাত করে। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় রাজ্জাককে উদ্ধার করে প্রথমে আদিতমারী হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাজ্জাকের মৃত্যু ঘটে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেশ্বর রায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, খুনিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

(ঢাকাটাইমস/১৭জুন/প্রতিনিধি/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় ঐকমত্য কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ
পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জি
টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
এয়ারপোর্টে অশ্রুসিক্ত নোরা ফাতেহি, প্রিয়জন হারিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা