কুবিতে বঙ্গবন্ধু পরিষদ ও শিক্ষক সমিতির পৃথক মানববন্ধন

কুবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৭, ২১:২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গত বছর ০১ আগস্টে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে নিহত মার্কেটিং বিভাগের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ হত্যার বিচার ও নিরাপদ কর্মস্থলের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

একইসাথে ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকা-ে বিঘœতা দানকারী, বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ও উপাচার্যের সাথে অসদাচরণ করা প্রতিক্রীয়াশীল কুচক্রীমহলের বিরুদ্ধে প্রসাশনিক ব্যবস্থা গ্রহণের দাবি’-তে পৃথকভাবে আরও একটি মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ (একাংশ)।

পৃথক এই মানবন্ধন থেকেও নিহত খালেদ সাইফুল্লাহ হত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানানো হয়।

সোমবার দুপুরে বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পৃথক এ দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু পরিষদের (একাংশ) সহ-সভাপতি শুভ ব্রত সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত মানবন্ধনে বক্তারা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে উন্নয়নের জন্য একটি প্রকল্প চলমান। যদি এই প্রকল্প কাজে না লাগানো যায় তাহলে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাবে। কাজ করা যাবে না। কিন্তু কুচক্রীমহল উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য অপপ্রচার চালাচ্ছে। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’

তারা আরও বলেন, ‘যারা এখন বিশ্ববিদ্যালয় উপাচার্যের শেষ সময়ে এসে বিরোধীতা করছেন তারাই উপাচার্যের প্রথম তিন বছর বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। কিন্তুু এখন সুবিধা না পেয়ে উপাচার্যের বিরোধিতা করছেন। কতিপয় কিছু শিক্ষক ‘শিক্ষক সমিতি’কে কলুষিত করছেন নানা অপকর্মের মাধ্যমে।’

পৃথক মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় সমিতির নেতারা বলেন, ‘খালেদ সাইফুল্লাহ হত্যার ১ বছর অতিবাহিত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। এ নিয়ে শিক্ষক সমিতি বহুবার বিচার এবং সিন্ডিকেট সভায় বিষয়টি আলোচনার দাবি তুললেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা কর্ণপাত করেনি।’ তারা আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নিহত হয়েছে অথচ এখনো পর্যন্ত একজনও সাময়িকভাবে বরখাস্ত হয়নি। এতে করে বিশ^বিদ্যালয়ে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে।’

এছাড়াও সাইফুল্লাহ্ হত্যাকা-ের বিচারের দীর্ঘ সূত্রতায় স্বয়ং উপাচার্যের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেন শিক্ষক সমিতির নেতারা। এসময় তারা নিরাপদ কর্মস্থল, জাতির জনকের পরিকল্পিত ভাস্কর্য নির্মাণ ও নিহত খালেদ সাইফুল্লাহ হত্যার বিচার এবং তার রূহের মাঘফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন।

পৃথক দুটি মানববন্ধনে শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদের (একাংশ) বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩১জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

কুবিতে ত্রিমুখী সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

ঢাকাসহ ৫ জেলার মাধ্যমিক স্কুল-কলেজ সোমবার বন্ধ, খোলা প্রাথমিক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: ঢাকা ও চট্টগ্রামের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা

শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠার তাগিদ দিলেন শিল্পমন্ত্রী

ঢাকার তাপমাত্রা দেখে সারাদেশে স্কুল বন্ধ করা যুক্তিযুক্ত নয়: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৪৮তম বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত 

তাপপ্রবাহের ঝুঁকির মধ্যেই খুলল শিক্ষা প্রতিষ্ঠান

বেরোবিতে উৎসবমুখর পরিবেশে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৮৭ শতাংশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :