পঁচাত্তরের চক্রান্ত আবার শুরু হয়েছে: যুবলীগ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৭, ১৮:০৩
ফাইল ছবি

যে চক্রান্তের মাধ্যমে পঁচাত্তরের ১৫ আগস্ট হত্যাকাণ্ড সংঘটিত হয়, তা আবার শুরু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তবে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণ এই চক্রান্ত রুখে দেবে।

বৃহস্পতিবার দুপুরে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

দেশের সাম্প্রতিক কিছু ঘটনার কথা উল্লেখ করে ওমর ফারুক দাবি করেন এগুলো এক সূত্রে গাঁথা। তিনি বলেন, ‘সম্প্রতি সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের রায়, ১৫ আগস্টে আত্মঘাতী জঙ্গি সাইফুলের ঘটনা এবং বেগম জিয়ার লন্ডন সফর একই সূত্রে গাঁথা।’

ওমর ফারুক বলেন, ’৭৫-এর ১৫ আগস্টের চক্রান্ত ছিল জাতির পিতাকে সপরিবারে হত্যা করে বাংলাদেশের অস্তিত্ব বিলীন করা। বাংলাদেশকে আরেকটা পাকিস্তান বানানো। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যদি ১৯৮১ সালে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশে না আসতেন, তাহলে আজ হয়তো এ দেশই থাকত না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ক্ষমতায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধ রাষ্ট্র বির্নিমাণ করছেন উল্লেখ করে ওমর ফারুক বলেন, ‘বাংলাদেশের বিস্ময়কর সাফল্যে ৭১ ও ৭৫-এর পরাজিত শক্তি আবার ষড়যন্ত্র শুরু করেছে। ১৫ আগস্ট জাতির পিতা হত্যাকাণ্ডের যে চক্রান্ত, তা এখনো শেষ হয়নি। এই চক্রান্ত চলছে। জনগণের ক্ষমতায়নই পারে এই ষড়যন্ত্র রুখে দিতে। ’

যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছিল, তারাই ৭৫-এর ১৫ আগস্টের অপশক্তির দোসর বলে দাবি করেন যুবলীগের চেয়ারম্যান। তিনি বিএনপিকে এর মদদদাতা বলে অভিযুক্ত করে বলেন, ‘বিএনপি সব সময় ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে। শেখ হাসিনার অভূতপূর্ব জনপ্রিয়তায় তারা এখন আত্মঘাতী মাঠে নামিয়েছেন। তবে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে নিশ্চয়ই এ দেশের মানুষ এই ষড়যন্ত্র রুখে দেবে।’

(ঢাকাটাইমস/১৭আগস্ট/টিএ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশের জনগণ আজ ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করছে: রিজভী

উপজেলা নির্বাচন ঘিরে বিএনপি-আ.লীগে অস্বস্তি, মাঠপর্যায়ে কেন উপেক্ষিত দলীয় সিদ্ধান্ত

প্রয়াত নেতা পিন্টুর কবর জিয়ারতে বিএনপি নেতারা

ট্রেনভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে কমলাপুরে সিপিবির বিক্ষোভ

জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন: ফারুক

দেশের জনগণ আওয়ামী লীগকে মীরজাফর হিসেবে চিনবে: রিজভী

শাসকগোষ্ঠীর রক্তচক্ষুর কাছে গণমাধ্যম বারবার আত্মসমর্পন করেছে: বাংলাদেশ ন্যাপ

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার

কে এই মামুনুল হক? যেভাবে পান ব্যাপক পরিচিতি

হেফাজতের সাবেক নেতা মামুনুল হক কারামুক্ত

এই বিভাগের সব খবর

শিরোনাম :