কোটচাঁদপুর পৌরসভায় উপ-নির্বাচনে কমিশনার পদে শান্তির জয়

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২২:১১

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের কমিশনার পদে উপ-নির্বাচনে ১ হাজার ১০০ ভোট পেয়ে জাফর ইকবাল শান্তি উটপাখি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বোতল প্রতীকের প্রার্থী হোসেন আলীকে ৯০ ভোটে পরাজিত করেন তিনি।

বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শান্তিপূর্ণ করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :