‘রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা করবে ভারত’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৮, ১৪:০১

গণহত্যা ও নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের চাপে যে সমস্যার সৃষ্টি হয়ে তার সমাধানে ভারত সহযোগিতা করবে বলে আশ্বাস পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে এই আশ্বাস পান বলে জানান মন্ত্রী।

রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের ব্যাপারে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের পররাষ্ট্রমন্ত্রীর কথা হচ্ছে। আমরা বলেছি রোহিঙ্গারা আমাদের জন্য প্রবলেম হয়ে আছে। আমরা যে উদারতা দেখিয়েছি এটাকে প্রধানমন্ত্রী এপ্রিসিয়েট করেছেন। তারাও বলছেন সঙ্গে থাকবেন, এটা সমাধান করার জন্য। তারা আরও সহযোগিতা করবেন।’

মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাউদ্বাস্তু যারা এসেছে, তাদের পুনর্বাসন কীভাবে করা যায় সে বিষয়ে ভারত সহযোগিতা করবে। মিয়ানমারের ব্যাপারে তারা বলেছেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য তারা সহযোগিতার হাত বাড়াবেন।’

এর আগে ঢাকায় সফররত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠ করেন আসাদুজ্জামান খাঁন কামাল।

বৈঠক শেষে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, তাদের মধ্যে অত্যন্ত সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। দুই দেশের সীমান্ত, রোহিঙ্গা ইস্যু, আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। সীমান্তে কোনো সমস্যা নেই বলে জানান ভারতীয় মন্ত্রী।

(ঢাকাটাইমস/১৫জুলাই/এমএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

আজ শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস

বড় বড় খেলাপিরা সাত, আট, নয়বার করে ঋণ পুনঃ তফসিল করতে পারছে: ফরাসউদ্দিন

গতানুগতিক ভবন নির্মাণে পরিবেশের ক্ষতি হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী

২১ মে ১৫৭ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা

প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেছেন শহীদ স্কোয়াড্রন লিডার জাওয়াদের পরিবার

সব জেলায় বইছে তাপপ্রবাহ, শনিবার থেকে বৃষ্টির আভাস

‘নো হেলমেট, নো ফুয়েল’ নীতি বাস্তবায়নে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

জেন্ডার সমতা-নারীর ক্ষমতায়নে ভূমিকা: মহিলা ও শিশু মন্ত্রণালয়ের প্রশংসা জাতিসংঘের আন্ডার সেক্রেটারির

উপজেলা নয়, এখন থেকে জেলাভিত্তিক হবে উন্নয়ন পরিকল্পনা

বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

এই বিভাগের সব খবর

শিরোনাম :