৪০ হাজার টাকার ‘আমলকী’ গাছ

কাজী রফিকুল ইসলাম, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুলাই ২০১৮, ০৮:৩২

আমলকীর উপকারিতা জানেন না, এমন লোক মেলা ভার। তাই বলে একটি আমলকী গাছের দাম ৪০ হাজার টাকা!

আবার ভেবে বসবেন যেন গাছটি বুঝি খুব বড় কিংবা বয়সী বনসাই। না, তা নয়। গাছটির উচ্চতা মোটে পাঁচ ফুটের মতো।

তবে গাছটি দেশি নয়, থাই জাতের। ফলনও দেশি জাতের তুলনায় বেশি। দেশীয় গাছের তুলনায় উচ্চতায় কম হলেও আমলকীর আকার বেশ বড়।

জাতীয় বৃক্ষমেলায় থাই জাতের এই আমলকী গাছটি এনেছে আশুলিয়া গার্ডেন সেন্টার। মেলার ৪৪ ও ৪৫ নম্বর স্টলে দেখা মিলবে ৪০ হাজার টাকা মূল্যের গাছটির। মেলার এখন পর্যন্ত সবচেয়ে দামি গাছ এটি।

রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশে বসেছে মাসব্যাপী বৃক্ষমেলা।

দেশীয় গাছের বাজারে এই আমলকী গাছ নতুনত্ব সৃষ্টি করতে পারে বলে মনে করেন বিক্রেতারা। বিক্রেতা মো. রনি ঢাকাটাইমসকে বলেন, ‘আমাদের কালেকশনে আরও অনেক দামি গাছ আছে। মাত্র তো মেলা শুরু। এখনো আনা হয়নি। সপ্তাহ খানেকের মধ্যে চলে আসবে।’

এই বিক্রেতা আরও জানান, সারা বছর এসব গাছ তেমন বিক্রি হয় না। সব জায়গায় দামি গাছের কাস্টমার থাকে না। অনেক নার্সারি আছে, এত দামি গাছ ওঠানোর সাহস পায় না। তিনি বলেন, ‘আমরা নিয়মিত মেলা করি। মেলায় প্রচুর কাস্টমার আসে। এর মধ্যে অনেক কাস্টমার আছে যারা দামি গাছ কেনে।’

শুধু আমলকী নয়, এবারের মেলায় অন্য প্রজাতির আরও বেশ কিছু দামি গাছ নিয়ে আসার অপেক্ষায় আছে আশুলিয়া গার্ডেন সেন্টার নামের নার্সারিটি। তবে তার জন্য অপেক্ষা করতে হবে মেলার দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত।

গতকাল বুধবার (১৮ জুলাই) শুরু হওয়া ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৮’ চলবে ১৮ আগস্ট পর্যন্ত।

(ঢাকাটাইমস/২০জুলাই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

পারিবারিক মূল্যবোধ রক্ষার ওপর জোর দিতে হবে: ভূমিমন্ত্রী

সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত: সালাম

স্যাটেলাইট ইমেজে জানা যাবে কোথায় গাছ লাগাতে হবে: পরিবেশমন্ত্রী

উপজেলা নির্বাচন: ১২২ উপজেলায় প্রতীক বরাদ্দ সোমবার

বাংলাদেশে বিনিয়োগ করতে ইতালির ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

ফুডসিস্টেম ড্যাশবোর্ডে সহজ হবে নীতিমালা প্রণয়ন: খাদ্য সচিব

নিরাপদ সড়ক গড়তে উবার-বিআরটিএ’র যৌথ উদ্যোগ

উন্নত বাংলাদেশ মানে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা: নৌ প্রতিমন্ত্রী

এপ্রিলে সড়কে ঝরেছে ৬৭৯ প্রাণ, ক্ষতি ২ হাজার কোটি টাকার বেশি

বস্ত্র ও পাটমন্ত্রীর কাছে ভিসাসহ তিন সমস্যায় সহযোগিতা চাইলেন কোরিয়ান রাষ্ট্রদূত

এই বিভাগের সব খবর

শিরোনাম :