ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম ফিফটি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ জুলাই ২০১৮, ১০:৫৬ | প্রকাশিত : ২৬ জুলাই ২০১৮, ০৯:২০

গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে নিজেদের ওয়ানডে ইতিহাসের নয়া রেকর্ড গড়লো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া টার্গেটে ব্যাট করতে নেমে ওয়ানডে ইতিহাসের সবচেয়ে দ্রুততম ফিফটি তুলে নিলো টাইগাররা। ব্যাট করতে নেমে ৫ম ওভারের চতুর্থ বলে আলজারি জোসেফকে বাউন্ডারি মারেন সাকিব আল হাসান। আর তাতেই মাত্র ২৮ বলে নিজেদের দ্রুততম ওয়ানডে ফিফটির দেখা পায় মাশরাফি বিন মর্তুজার দল।

তবে দারুণ শুরু করেও স্বাগতিকদের কাছে হারল বাংলাদেশ।সিনিয়ররা জয়ের প্রান্তে এনে দিলেও জুনিয়রদের ব্যর্থতায় ডুবলো বাংলাদেশের জয়ের তরী। শেষ ওভারের নাটকীয়তায় ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন রানে হারল মাশরাফির দল। ওয়ানডে জিতে তিন ম্যাচ সিরিজে সমতায় ফিরেছে স্বাগতিকরা। আগামী ২৮ জুলাই সেন্ট কিটসে শেষ ওয়ানডে মুখোমুখি হবে দু’দল।

বুধবার শিমরন হেটমায়ারের অসাধারণ সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ২৭১ রান। জবাবে ব্যাট করতে নেমে জয় নাগালের কাছে এসেও শেষ পর্যন্ত ২৬৮ রানে থেমে যায় বাংলাদেশ।

(ঢাকাটাইমস/২৬জুলাই/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :