ব্রাজিলে তিতের মেয়াদ কাতার বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০১৮, ১৫:১৭

রাশিয়া বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়ে গড়া দল নিয়েও ব্যর্থ হয়েছেন ব্রাজিল কোচ তিতে। কিন্তু তবুও তার উপর আস্থা হারায়নি দেশটির ফুটবল ফেডারেশন। যার কারণে কাতার বিশ্বকাপের দায়িত্বও তিতের উপর দিল ব্রাজিল।

বুধবার নতুন চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণা দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। নতুন চুক্তিতে ২০২২ সাল পর্যন্ত নেইমারদের দায়িত্বে থাকবেন তিতে। এছাড়াও জাতীয় দলের কো-অর্ডিনেটর হিসেবে আরো চার বছরের জন্য চুক্তি নবায়ন করলেন এডু গাস্পারও।

বিশ্বকাপে আশা জাগিয়েও কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু কোচের উপর ভরসা রেখে দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান নির্বাহী রোজারিও কামোক্লো জানান,‘এই দুজনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়াটা ছিল খুবই সহজ।’

ব্রাজিলের সঙ্গে ২০২২ সাল পর্যন্ত নতুন চুক্তি করে তিতে বলেন,‘আমার জন্য এটি অনেক বড় একটি চ্যালেঞ্জ। আর আমি এটার মুখোমুখি হতে পেয়ে আনন্দিত। ইতিমধ্যে মধ্যে পরের ম্যাচগুলো নিয়ে নজর দিচ্ছি আমি।’

(ঢাকাটাইমস/২৬জুলাই/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :