পাতলা গেমিং ল্যাপটপ আনলো ডেল

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০১৮, ১০:১৮

হালকা-পাতলা গেমিং ল্যাপটপ আনলো ডেল। এটি এলিয়েনওয়্যার সিরিজের ল্যাপটপ। মডেল এলিয়েনওয়্যার এম১৫। ১৫ ইঞ্চি ডিসপ্লের এই গেমিং ল্যাপটপের ওজন মাত্র ২.১৭ গ্রাম।

ডেল দাবি করছে নতুন এই ল্যাপটপ আগের থেকে ২০ শতাংশ হালকা এবং ১৪ শতাংশ পাতলা।

ল্যাপটপটিতে ১৭ ঘণ্টা ব্যাকআপ পাওয়া যাবে। দুটি আলাদা আলাদা রঙে ল্যাপটপটি বাজারে পাওয়া যাচ্ছে।

ডিভাইসটির দাম ১২৯৯ ডলার। ২৫ অক্টোবর থেকে আন্তর্জাতিক বাজারে ল্যাপটপটি পাওয়া যাবে।

ম্যাগনেশিয়াম অ্যালয় বডির এই ল্যাপটপের ১০৮০ পিক্সেল রেজুলেশন পাওয়া যাবে। ডিসপ্লের চারপাশে রয়েছে ন্যারো বেজেল। সঙ্গে থাকছে ব্যাকলিট কি-বোর্ড।

ল্যাপটপের ভেতরে রয়েচে অষ্টম প্রজন্মের ইনটেল কোর আই ফাইভ প্রসেসর। কোর আই সেভেন প্রসেসর ভার্সনেও ল্যাপটপটি পাওয়া যাবে। গ্রাফিক্সের জন্য এতে রয়েছে এনভিডিয়া জিও ফোসৃ জিটিএক্স ১০৬০ ওসি গ্রাফিক্স কাড।

১৬ জিবি র‌্যামের এই ল্যাপটপে ১ টেরাবাইট হার্ডডিক্স এবং ১ টেরাবাইট এসএসডি রয়েছে।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :