সাত দফা একদম মানা সম্ভব নয়: তোফায়েল

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০১৮, ২১:৩৫

ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর সাত দফা যে দাবি জানিয়েছে তা মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ। তাদের দাবিগুলো অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার বিকালে সিলেটে ১৪তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

তোফায়েল বলেন, ‘ঐক্যফ্রন্ট যে সাত দফা দিয়েছে, তার কোনোটাই সংবিধানসম্মত নয়। এই ধরনের দাবি কখনোই গ্রহণ করা হবে না।’

প্রতিবেশী দেশ ভারতসহ বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের সময় সেখানে সরকারি দল ক্ষমতায় থাকে। নির্বাচনের পরে আরেকটা পার্লামেন্ট হওয়ার পর তা বিলুপ্ত হয়। সুতরাং, তাদের দাবিগুলো অযৌক্তিক। একদম মানা সম্ভব নয়।’

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জোটের সমালোচনা করে তিনি বলেন, ‘ড. কামাল আদর্শের কথা বলেন। তিনি বলেন, আমি তারেক জিয়ার সঙ্গে ঐক্য করি না, জামায়াতের সঙ্গে ঐক্য করি না। অথচ, বর্তমানে বিএনপির নেতৃত্বে তারেক জিয়া এবং জামায়াত বিএনপি জোটে আছে। সুতরাং, তিনি যে ঐক্য করেছেন তাতে অসত্য আছে। এর মাধ্যমে মানুষ বিভ্রান্ত হচ্ছে।’

তোফায়েল বলেন, ‘বাংলাদেশের মানুষ বিভ্রান্ত হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণ আস্থা রাখবে এবং আগামী নির্বাচনে ভোট দিয়ে পুনরায় বিজয়ী করবে।’

‘বর্তমান অবস্থায় তফসিল ঘোষণা করা হলে জোট আন্দোলনে নামবে’-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি বিগত ১০ বছরে আন্দোলনে মাঠে দাঁড়াতে পারেনি। তারা ২০১৩ সাল থেকে জ্বালাওপোড়াও রাজনীতি শুরু করেছিল। ২০১৪ সালের নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে। পরে তারাই এটাকে নিজেদের ভুল হিসেবে স্বীকার করেছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এখন এরকম আন্দোলনের চিন্তা করা বিএনপির জন্য আরও বড় ভুল হবে। কারণ, তারা দেশে অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে বাংলার মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।’

নির্বাচনকালে মন্ত্রিসভা ছোট করা বা রদবদল প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা প্রধানমন্ত্রী এখতিয়ার। তিনি নিজে বলেছেন, সংবিধানে কোনো বাধ্যবাধকতা নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কেবিনেটে আছি। তার নেতৃত্বেই আমরা দৈনন্দিন কাজ করবো এবং এটা হবে রুটিন ওয়ার্ক।’

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :