নোবিপ্রবির ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোবিপ্রবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ২১:৫৬ | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০১৮, ২১:৪৪

উৎসবমুখর পরিবেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘এ’ ও ‘বি’ গ্রুপের ভর্তি পরীক্ষা শুক্রবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

নোবিপ্রবি ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে মোট ২৯টি কেন্দ্রে একযোগে সকাল ১০.৩০ থেকে ১২.০০টা এবং বিকাল ৩.০০ থেকে ৪.৩০টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের ‘এ’ ইউনিটের পরীক্ষায় ৩০৫ আসনের বিপরীতে ২৩ হাজার ৯৩২ জন পরীক্ষার্থী আবেদন করে। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে ৭৮ জন। আর বিজ্ঞান অনুষদেও ‘বি’ গ্রুপের অধীন ৩০৫ আসনের বিপরীতে আবেদন করে মোট ২০ হাজার ৯৯৬ জনপরীক্ষার্থী। এতে প্রতি আসনের জন্য লড়াই করে ৬৯ জন। আজকের অনুষ্ঠিত উভয় গ্রুপের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর উপস্থিতি ছিল শতকরা ৮০ ভাগ।

সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কেন্দ্রসমূহ পরিদর্শন করেন।পরে তিনি নোয়াখালী সরকারি মহিলা কলেজ পরিদর্শনে যান। এসময় নোবিপ্রবি সাংবাদিক সমিতির প্রতিনিধিদলও বিভিন্ন কেন্দ্রে সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :