পুনর্নির্বাচনের দাবি এ্যানীর

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
 | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০১৮, ১১:৫৯

লক্ষ্মীপুর-৩ আসনে পুনর্নির্বাচন দাবি করেছেন বিএনপি নেতা ও ঐক্যফ্রন্ট প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। রবিবার সকাল ৮টায় ভোট শুরুর ঘণ্টাখানেক পর নিজ বাসভবনে তিনি এ দাবি করেন।

তিনি অভিযোগ করেন, ‘শনিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগ প্রার্থী একেএম শাহজাহান কামালের লোকজন বেশিরভাগ কেন্দ্রে ভয় দেখিয়ে প্রিসাইডিং অফিসারদের জিম্মি করে ব্যালট পেপার নিয়ে নৌকায় সিল মারে। এছাড়া সকালে ভোট শুরুর আগে ধানের শীষ প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা এবং মারধর করে বের করে দেয় নৌকা প্রার্থীর সমর্থকরা। এসময়ও তারা প্রকাশ্যে নৌকায় সিল মারে।’

বিএনপি প্রার্থীরা রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার বলে দাবি করেন বিএনপির এই প্রার্থী। এ ভোট বাতিল করে পুনর্নির্বাচন দাবী জানান শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

একই অভিযোগ করছেন, লক্ষ্মীপুর-১ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী শাহাদাত হোসেন সেলিম, ২ আসনের আবুল খায়ের ভূইয়া ও জেএসডির সভাপতি ও ঐক্যফ্রন্ট প্রার্থী আসম আবদুর রব।

এ দিকে লক্ষ্মীপুর-৪টি আসনের ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কম।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :