খালেদার মুক্তির জন্য ১৮ দিন মোনাজাতের পরামর্শ জাফরুল্লাহর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৬ | প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৯

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে টানা ১৮ দিন খোদার কাছে মোনাজাতের পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। বলেছেন, এই কর্মসূচিতে দেশবাসীর বিবেক জাগ্রত হবে।

সাবেক প্রধানমন্ত্রীর বন্দিত্বের এক বছর পূর্তিতে শুক্রবার রাজধানীতে বিএনপির প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন ঐক্যফ্রন্ট নেতা।

জাফরুল্লাহ বলেন, ‘আমরা যদি সত্যি খালেদা জিয়াকে ভালোবেসে থাকি, তার প্রতি মমত্ববোধ থাকে, তার অবদানের জন্য তাকে যদি স্মরণ রাখি, তাহলে একটা প্রস্তাব রাখতে চাই।’

‘মাসের আটদিন চলে গেছে, ১৮ দিন আছে। আগামীকাল ঢাকার ১০০ ওয়ার্ডের মহিলা দলের দশজন করে এক হাজার জন বিকালে প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করে খোদার কাছে মোনাজাত করে বলবেন, জালেমের হাত থেকে রক্ষা করো, খালেদা জিয়াকে মুক্ত করো।’

‘পরের দিন ছাত্রদলের এক হাজার জন সারাদিন অবস্থান করে একই প্রক্রিয়ায় খোদার কাছে মোনাজাত করবেন। তারপরে বিএনপির জাতীয় কমিটি, যাদের খালেদা জিয়া মনোনয়ন দিয়েছেন যাদের জীবনকে সুগম করেছেন সেই সুখের পায়রাগুলি, যারা লুকিয়ে-চুকিয়ে বেড়াচ্ছেন তাদের ধরে এনে হাজির করেন। তারাও আধাবেলা ওই প্রেসক্লাবের সামনে বসে থেকে একই প্রক্রিয়ায় মোনাজাত করেন।’

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড নিয়ে কারাগারে যান খালেদা জিয়া। বিএনপির ঘোষণা ছিল এক সপ্তাহের মধ্যে তাকে মুক্ত করার। তবে ৫২ সপ্তাহেও কিছু করতে পারেনি বিএনপি। উল্টো আপিলে পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে দ্বিগুণ। আবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের কারাদণ্ড হয়েছে বিএনপি নেত্রীর।

এই এক বছরে মানববন্ধন, গণস্বাক্ষর, সমাবেশের মতো নমনীয় কর্মসূচিতে সরকারকে চাপে ফেলতে পারেনি বিএনপি। আর আদালতেও তাদের আইনজীবীরা সফল হননি।

জাফরুল্লাহ মোনাজাতের পরামর্শ দিয়ে বলেন, ‘আমার ধারণা এভাবে যদি আমরা ১৮টা দিন করি, তাহলে দেশবাসীর বিবেক জাগ্রত হবে, দেশবাসী আমাদের রাস্তায় দেখতে চায়। ঘরের ভেতরে হাতিঘোড়া মারা সহজ। যদি পারেন, এখানে যারা এসেছেন তারা যদি ওখানে থাকেন আমি সুস্থ না, আমিও আপনাদের সঙ্গে থাকব।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, এজেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশ পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশকে রক্ষা করতে ঐক্যবদ্ধ আন্দোল‌নের বিকল্প নেই: দুদু

রিজার্ভ আর অবৈধ সরকারের পতন কোনোভাবেই ঠেকানো যাবে না: এবি পার্টি

ফারাক্কা দিবসের অঙ্গীকার- যৌথ নদী রক্ষায় সোচ্চার হোন: বাংলাদেশ ন্যাপ

অসুস্থ তাঁতীদল নেতা রেজাউল করিমকে দেখতে গেলেন কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ

শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের কর্মসূচি

জাপাকে বিক্রি করে নেতাকর্মীদের ক্রীতদাস বানানোর চেষ্টা হয়েছে: কাজী মামুন

আ.লীগই ষড়যন্ত্র করে: সালাম

দেশে গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারের কিছুই অবশিষ্ট নেই: জামায়াত

ডোনাল্ড লু প্রসঙ্গে বেশি কথা বলতে চান না মির্জা ফখরুল

বিএনপির আরও পাঁচ নেতা বহিষ্কার

এই বিভাগের সব খবর

শিরোনাম :