অ্যাকশন পরীক্ষা দিলেন তিন বোলার

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৮

বিপিএলের ষষ্ঠ আসরে খেলা রংপুর রাইডার্সের অফস্পিনার নাহিদুল ইসলাম আর ‍কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাঁহাতি স্পিনার সঞ্জিত সাহার বোলিং অ্যাশন প্রশবিদ্ধ। নিজেদের শুদ্ধ প্রমাণ করতে সঞ্জিত ও নাহিদুল একাডেমি মাঠে অ্যাকশন পরীক্ষা দিয়েছেন মঙ্গলবার। তাদের সঙ্গে ছিলেন প্রথম বিভাগের এক বোলারও।

বোলিং রিভিউ কমিটির ভিডিও অ্যানালিস্ট নাসির উদ্দিন আহমেদ নাসু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সঞ্জিত সাহা, নাহিদুল ইসলাম ও প্রথম বিভাগের একজন বোলারের পরীক্ষা আমরা নিয়েছি। ১৮ টা করে ডেলিভারি নিয়েছি। স্টক ডেলিভারি, ফাস্টার ডেলিভারি এবং ভ্যারিয়েশন।’

২০১৬ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বোলিং করার সময় অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছিল সঞ্জিতের। ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে গিয়ে আলিসের মত কিছু কিছু প্রশ্নবিদ্ধ ডেলিভারি দিয়েছেন তিনি। নাসু জানালেন, সঞ্জিতের কোন ধরণের ডেলিভারিতে সমস্যা, এ বিষয়ে তাদেরকে কিছু জানাননি আম্পায়াররা, ‘এটা ইন্টারেস্টিং, স্পেসেফিক কোনো অভিযোগ নেই তার বিরুদ্ধে। আম্পায়াররা বলছে, কিছু ডেলিভারি তবে কোন ধরণের ডেলিভারি সেটা নিয়ে কিছু বলেনি। এবার আমরা চিন্তা করেছি আম্পায়াদের নিয়ে বসে...একবারে ম্যাচ ভিডিওসহ, কারণ বিপিএলের সব ম্যাচ (ভিডিও) আছে..সব মিলে তারপর আমরা একটা সিদ্ধান্ত নেব।’

তিন বোলারের অ্যাকশন পরীক্ষার ফল ৪-৫ দিনের মধ্যেই হাতে পাবে বোলিং রিভিউ কমিটি। পরীক্ষায় উতরে গেলে তাদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলতে কোনো সমস্যা হবে না বলে জানালেন নাসু, ‘আজকের পরীক্ষার ফলাফল পেতে ৪-৫ দিন লেগে যাবে। যদি ক্লিয়ার হয় তাহলে প্রিমিয়ার লিগ খেলতে পারবে।’

(ঢাকাটাইমস/১৯ ফেব্রুয়ারি/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :