বৃহস্পতিবার সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০১৯, ১৮:০০
ফাইল ছবি

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

১৪৪০ হিজরি সনের পবিত্র লাইলাতুল মেরাজের তারিখ নির্ধারণ ও রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ সভাপতিত্ব করবেন।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

পবিত্র রজব মাস থেকেই শুরু হয়ে যায় রমজানের কাউন্টডাউন। রমজানের আগের দুই মাস রজব ও শাবানও ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুই মাসে শবে মেরাজ ও শবে বরাত বিপুল আনুষ্ঠানিকতার সঙ্গে পালন করে থাকেন বাংলাদেশের মুসলমানেরা।

(ঢাকাটাইমস/০৬মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :