মির্জাপুরে বাসচাপায় নিহত ১

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০১৯, ২১:৩৭
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়ক পারাপারের সময় বাসের চাপায় নকুল চন্দ্র সাহা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নকুল চন্দ্র সাহার বাড়ি পাকুল্যা কর্মকারপাড়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮টার দিকে নকুল চন্দ্র সাহা মহাসড়ক পার হওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নকুল চন্দ্র সাহা আহত হলে স্থানীয়রা উদ্ধার করে জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার ওসি আবুল কাশেম মো. কাউছার বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে অবগত হলাম। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

(ঢাকাটাইমস/৬মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘মন হালকা হতে কুয়াকাটা গিয়েছিলেন’সেই ব্যাংক কর্মকর্তা
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা